বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০

মাদকসহ আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর বেনাপোল মহাসড়ক থেকে ৭২ লিটার দেশি মদসহ আব্দুল কাদের মিন্টু (৪৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছের্ যাব। আটককৃত মিন্টু বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আলী আহম্মদের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় শার্শার কামারবাড়ি মোড় থেকে মদসহ তাকে আটক করা হয়।

যুবকের দন্ড

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক সেবনের দায়ে এক যুবককে কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আমিনুল ইসলাম পুলিশের সহযোগিতায় ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে তোড়িয়া ইউনিয়নের সুখাতি গ্রামের জনৈক জয়নাল আবেদীনের ছেলে মো. জসিম উদ্দীন জাম্বুকে (২৭) গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শোকসভা

সুজানগর (পাবনা) প্রতিনিধি

পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন বুলবুল স্যারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের

হলরুমে অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় জয়নাল আবেদীন বুলবুল স্যারের বর্ণাঢ্য জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল জলিল, আবুল হাশেম, প্রভাষক আলী আজম, শাজাহান আলী, জীবুন্নাহার, খয়েরসুতি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শমশের আলী প্রমুখ।

খাবার বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে অসহায় বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকায় ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অ্যাডভোকেট জাহিদুল ইসলাম স্বপনের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুল নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, জেলা পরিষদ সদস্য আ. রাজ্জাক লাল মিয়া উপস্থিত ছিলেন।

কারবারি আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে ৫০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার দিকনির্দেশনায় ইসলামপুর উপজেলার সীমানা সংলগ্ন মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের মৃত আব্দুল মেম্বারের পুত্র আনিছুর রহমানকে (৪০) ৫০ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়।

চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার রাতে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের এক চৌকিদারসহ দুজনের বাড়ি থেকে উপজেলা প্রশাসন ৩শ কেজি চাল উদ্ধার করেছে। তবে এটি সরকারি কোন কর্মসূচির চাল তা নির্ধারণ করা যায়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি অভিযান চালান। এ সময় খাদ্য বিভাগ, প্রকল্প কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যরা উপস্থিত ছিলেন।

বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা কমপেস্নক্স মিলনায়তনে বিদায়ী জেলা প্রশাসক মঈনউল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জেলা ইউনিটের সাবেক কমান্ডার মো. নুরুল আমিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত কওমি প্রজন্মের ব্যানারে মাদরাসার ছাত্ররা। বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনের মুখপাত্র হাফেজ মুফতি এরশাদুলস্নাহ'র সভাপতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে

বক্তব্য রাখেন সম্মিলিত কওমি প্রজন্মের নেতা মুফতী নিয়ামুল ইসলাম, মুফতি জুবায়ের সাইফুলস্নাহ, মুফতি নুরুলস্নাহ আল মানসুর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107941 and publish = 1 order by id desc limit 3' at line 1