মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিদু্যৎস্পৃষ্টে সীতাকুন্ড ও নিকলীতে ৪ জনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০

কিশোরগঞ্জের নিকলী ও চট্টগ্রামের সীতাকুন্ডে বিদু্যৎস্পৃষ্টে চারজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নিকলী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পিকনিকের নৌকায় বৈদু্যতিক তার লেগে বিদু্যৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃতু্য হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে নিকলী উপজেলার বরমাইপাড়া ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গুরুই পূর্বপাড়া গোলাপ মিয়ার ছেলে অন্তর (২০) ও আশিক মিয়ার ছেলে মনির হোসেন (১৮)। আহতরা হলেন বোরহান মিয়া, ঝুটন মিয়া ও শফিকুল ইসলাম। জানা যায়, গুরুই পূর্বপাড়ার ৩০-৪০ জন যুবক বিকালে গুরুই পিকনের উদ্দেশে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘুরতে বের হন। নৌকাটি বরমাইপাড়া ঘোড়াউত্রা নদীতে যাওয়ার সময় নৌকাটি বৈদু্যতিক তার নিচু হওয়ায় আটকে যাওয়ার সম্ভাবনা হয়। এ সময় নৌকায় থাকা যুবক মনির বৈদু্যতিক তারটি আলগে ধরতে বিদু্যতায়িত হয়ে যায়। এতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মনির ও অন্তর ঘটনাস্থলেই মারা যান।

সীতাকুন্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুন্ডে মাটি কাটার সময় বিদু্যৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃতু্য হয়েছে। বুধবার বিকালে উপজেলার ছোটকুমিরা সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানার পূর্ব পাশের পাহাড়ে মাটি কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া থানার অজান্তিয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. রশিদ (৫৫) ও একই থানার নুরি ছরা বাজার গুদার পার গ্রামের নূর ছাফার ছেলে মো. মন্তাজ (৩০)। ঘটনার খবর পেয়ে থানার ওসি মো. ফিরোজ হোসেন মোলস্না ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107944 and publish = 1 order by id desc limit 3' at line 1