বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন পালিত

'বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক'
স্বদেশ ডেস্ক
  ০৯ আগস্ট ২০২০, ০০:০০
বঙ্গমাতার জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন -যাযাদি

'বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার কেক কাটা, আলোচনা সভা, দুঃস্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী :রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে নগরভবনে বঙ্গবন্ধু কর্নারের সামনে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও পরিবারের শহিদ সদস্য, জাতীয় চার নেতাসহ সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কারি মো. মামুন-উর-রশীদ।

টাঙ্গাইল :টাঙ্গাইলে সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, ডিডিএলজি (উপসচিব) শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা প্রমুখ।

মাদারীপুর :মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, আ'লীগ নেতা কাজল কৃষ্ণ দে, মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খালেদা খানম, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান প্রমুখ।

জয়পুরহাট :জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সোলামান আলী, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাবিনা সুলতানা, সদর ইউএনও মিল্টন চন্দ্র রায় প্রমুখ।

লালমনিরহাট : মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালমা জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকটে সফুরা বেগম রুমী।

নাটোর : মেশিন বিতরণ করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম প্রমুখ।

সাভার :সাভারে ইউএনও শামীম আরা নীপার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ইয়াসমিন চৌধুরী সুমি প্রমুখ।

ধুনট (বগুড়া) :ধুনটে মেশিন ও সহায়তা কার্ড বিতরণ উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের এমপি মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ'লীগ নেতা অধ্যাপক নূরুন্নবী তারিক, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) : মেশিন ও টাকা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। ইউএনও জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

হাটহাজারী (চট্টগ্রাম) :চট্টগ্রামের হাটহাজারীতে মহিলাবিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা প্রমুখ।

লোহাগড়া (নড়াইল) : ইউএনও মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ সভাপতি মুন্সী আলাউদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার প্রমুখ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : সভায় বক্তব্য রখেন ইউএনও রথীন্দ্র নাথ রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, মহিলা অধিদপ্তর অফিসার ফারজানা ইসলাম সোনিয়া প্রমুখ।

পলাশ (নরসিংদী) : ইউএনও রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারীউলস্নাহ সরকার, কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউখালী (পিরোজপুর) :পরিষদ সভাকক্ষে ইউএনও খালেদা খাতুন রেখার সভাপতিত্বে মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, এসিল্যান্ড রফিকুল হক প্রমুখ।

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) :লক্ষ্ণীপুরের রামগঞ্জে অনুষ্ঠানে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ও মহিলাবিষয়ক অফিসের অফিস সহকারী বোরহান উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মেয়র আবুল খায়ের পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী প্রমুখ।

কাহারোল (দিনাজপুর) :কাহারোলে ইউএনও মনিরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আ'লীগ নেতা এ কে এম ফারুক, মহিলাবিষয়ক কর্মকর্তা আফসানা আফসারী প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল) :মির্জাপুরে ইউএনও আবদুল মালেকের সভাপতিত্বে মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন এসিল্যান্ড জুবায়ের হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখ।

কমলনগর (লক্ষ্ণীপুর) :কমলনগরে ইউএনও মোবারক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, এসিল্যান্ড পূদম পুষ্প চাকমা, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন প্রমুখ।

লালমোহন (ভোলা) : মেশিন বিতরণ করেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ইউএনও হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।

লংগদু (রাঙামাটি) :মেশিন বিতরণ ও আলোচনা সভায় ইউএনও মাইনুল আবেদীন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আখি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।

কেন্দুয়া (নেত্রকোনা) :নেত্রকোনার কেন্দুয়ায় ইউএনও মঈন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা প্রকৌশলী জাকির হাসান প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) :বরিশালের আগৈলঝাড়ায় মহিলাবিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আ'লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানার ওসি আফজাল হোসেন, আ'লীগ নেতা আব্দুস সাত্তার মোলস্না প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) :নাটোরের বড়াইগ্রামে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে বক্তৃতা করেন মেয়র জাকির হোসেন, এসিল্যান্ড মোহাইমিনা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) :ইউএনও নাসরীন পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম, এসিল্যান্ড আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি প্রমুখ।

দেলদুয়ার (টাঙ্গাইল) :টাঙ্গাইলের দেলদুয়ারে ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহসানুল ইসলাম টিটু এমপি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফ, এসিল্যান্ড রোজলিন শহীদ চৌধুরী, মহিলাবিষয়ক কর্মকর্তা শিল্পী প্রমুখ।

ছাতক (সুনামগঞ্জ) :সুনামগঞ্জের ছাতকে ইউএনও গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাদাত মো. লাহিন প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) :কুষ্টিয়ার দৌলতপুরে ভারপ্রাপ্ত ইউএনও এবং এসিল্যান্ড আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আ ক ম সরওয়ার জাহান বাদশাহ্‌ এমপি, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাকিব আহমেদ প্রমুখ।

ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতী ইউএনও রুবেল মাহ্‌মুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড জয়নাল আবেদীন, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলাবিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108160 and publish = 1 order by id desc limit 3' at line 1