logo
  • Tue, 13 Nov, 2018

  জাবি সংবাদদাতা   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

খালেদার মুক্তির দাবিতে জাবিতে অবস্থান কমর্সূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও চিকিৎসার দাবিতে গণঅনশন ও অবস্থান কমর্সূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কমর্কতার্-কমর্চারী ফোরাম। বুধবার বেলা ১১টায় জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে এ কমর্সূচি শুরু হয়ে চলে দুপুর ১টা পযর্ন্ত।

অধ্যাপক শামসুল আলম সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয়তাবদী ফোরামের আহŸায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহসান টিটো, দশর্ন বিভাগের অধ্যাপক মো. কামরুল আহসান, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রমুখ।

বেলা ১টার দিকে দশর্ন বিভাগের অধ্যাপক কামরুল আহসান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহŸায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহসান টিটোকে পানি পান করিয়ে কমর্সূচির সমাপ্তি ঘোষণা করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে