logo
মঙ্গলবার ২৫ জুন, ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

  হবিগঞ্জ প্রতিনিধি   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

‘তরুণরাই হতে পারে সমাজ পরিবতের্নর কান্ডারি’

অসংখ্য উদ্ভাবনী চিন্তার ধারক হওয়া সত্তে¡ও, চলমান রাজনীতি এবং বাস্তবতা থেকে দূরে থাকার কারণে হতোদ্যম হয়ে পড়েন অনেক তরুণ। অথচ ভালো কাজের স্বীকৃতি এবং কাযর্ক্রমের ওপর গঠনমূলক নিদের্শনা বদলে দিতে পারে তাদের গল্পগুলো। আর বদলে যাওয়া সেসব গল্প শুনে উজ্জীবত হয় আরও শতশত তরুণ, যথাযথ নিদের্শনা পেলে এই তরুণরাই আনতে পারে অনেক ইতিবাচক পরিবতর্ন। তারা হতে পারে সমাজ পরিবতের্নর কান্ডারি।

বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সেন্টার ফর রিসাচর্ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়াডর্ ২০১৮’র কাযর্ক্রম উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, হবিগঞ্জ টিভি জানাির্লস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, ৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকীল চৌধুরী, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এসএম সুরুজ আলী, কাউছার আহমেদ প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে