logo
  • শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

  চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

ট্রাফিক পুলিশের নিযার্তনের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালক সমিতির উদ্যোগে ট্রাফিক পুলিশের নিযার্তন ও পৌরসভা এলাকায় সিএনজি চলাচল করতে না দেয়ার বিরুদ্ধে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুই ঘণ্টাব্যাপী মহাসড়কের দোহাজারী হাজারী টাওয়ার চত্বরে এই সমাবেশ অনুুষ্ঠিত হয়। দোহাজারী লালুটিয়া সিএনজি সমিতির সভাপতি সামশুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীরুল ইসলাম, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, দোহাজারী এলডিপির সভাপতি হাজী মুহাম্মদ ইউছুপ সওদাগর, হাজারী মাকেের্টর সভাপতি লোকমান হাকিম, কৃষকলীগ সভাপতি নবাব আলী প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি

উপরে