logo
  • Wed, 19 Sep, 2018

  আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

সৌর বিদ্যুতের স্ট্রিট লাইট নেই রায়পুর ইউনিয়নে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়ন সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হলেও এখনো অন্ধকারে রায়পুর ইউনিয়ন। এ ইউনিয়নের ৪০ হাজার মানুষ অন্ধকারেই রয়েছে।

রায়পুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক শেখ মোহাম্মদ বলেন, উপজেলার প্রত্যেক ইউনিয়নে আলোকিত হলেও তাদের ইউনিয়নে তার দেখা মেলেনি। তারা ডিজিটাল যুগে এখনো অন্ধকারে রয়ে গেলেন।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম বলেন, তিনি এ পযর্ন্ত মাত্র তিনটা স্ট্রিট লাইট পেয়েছেন। সেগুলো ১ ও ৪ নং ওয়াডের্ লাগিয়েছেন। আরও কিছু বরাদ্দ হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি। পেলে লাগানো হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি

উপরে