বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মৃৎশিল্পকে জাগিয়ে তুলার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে মৃৎশিল্পীদের সক্ষমতামূলক ১২ দিনের প্রশিক্ষণ কোসর্ শুরু হয়েছে। উপজেলার নারায়নপুর গ্রামে এ কোসের্র উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের প্রধান নকশাবিদ মো. সিদ্দিকুর রহমান।

কমর্শালা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব-সেবা জোরদারকরণবিষয়ক অভিহিতকরণ কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান আয়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মৌসুমী মাহবুব। কমর্শালা বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (এমসিএইচ) ডা. ফাহমিদা সুলতানা।

বৃক্ষরোপণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানে স্বদেশপ্রেম স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বদেশপ্রেম গ্রæপের উদ্যোগে সোমবার বৃক্ষরোপণ করা হয়েছে। স্বদেশপ্রেম গ্রæপের পরিচালক আমিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় বক্তৃতা করেন নূরে আলম তালুকদারসহ স্বদেশপ্রেম গ্রæপের নেতৃবৃন্দ।

সমাবেশ

সোনারগঁা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগঁা উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতারের নগর এলাকায় সোমবার বিকেলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, আওয়ামী লীগ নেতা ডা. আতিকুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ প্রধান, শিক্ষক সফিকুল ইসলাম প্রমুখ।

লক্ষ্যমাত্রা অজির্ত

পীরগঞ্জ (ঠাকুরগঁাও) সংবাদদাতা

ঠাকুরগঁায়ের পীরগঞ্জে ইরি-বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সমাপ্ত হয়েছে। এবার পীরগঞ্জ উপজেলা সদর এলএসডিতে চাল আকারে ৫ হাজার ৩০০ টন এবং ভোমরাদহ টিপিসিতে ১ হাজার ৬৬২ টন ইরি-বোরো খাদ্যশস্য ক্রয়ের লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়। পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মমিন সরকার ও এলএসডির ভারপ্রাপ্ত কমর্কতার্ মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

বিতরণ

মতলব (চঁাদপুর) সংবাদদাতা

চঁাদপুরের মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাইমারি স্কুলে পড়–য়া প্রতিবন্ধী শিক্ষাথীের্দর মাঝে হুইল চেয়ারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে প্রতিবন্ধী ১৬ শিক্ষাথীর্র মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। মতলব উত্তর ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

চারা বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার সকালে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফসার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মো. মামুন প্রমুখ।

গণসংবধর্না

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বাণিজ্যিক গুরুত্বপূণর্ ব্যক্তি হিসেবে সিআইপি কাডর্ পাওয়ায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও মন্ডল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডলকে সোমবার সন্ধ্যায় গণসংবধর্ণা দেয়া হয়েছে। দলীয় কাযার্লয় চত্ত¡রে থানা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে সবংবধর্না অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সহসভাপতি গাজী শাহজাহান আলী মিয়া প্রমুখ।

জরিমানা

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর কালুখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে সোমবার জরিমানা করা হয়েছে। বেলা ১২টায় রতনদিয়া (অরুণগঞ্জ) বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রতনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি খোন্দাকার আনিছুল হক বাবু, সহসভাপতি আ. রহমান, রতনদিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, রনজয় কুমার বসু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13190 and publish = 1 order by id desc limit 3' at line 1