logo
  • Thu, 18 Oct, 2018

  সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা   ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

সদরপুরে ফঁাস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের সদরপুরে মো. রুবেল খাঁ (২২) নামের এক যুবক গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করেছে। রুবেল সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারি ডাঙ্গী গ্রামের সুলতান খঁার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। সোমবার রাতে রুবেল ছাড়া ওই বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য ছিল না। সকালে তাকে মুঠোফোনে না পেয়ে প্রতিবেশীকে ফোন দেয় তার বাবা মা। পরে তারা বাড়িতে খেঁাজ নেয়। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় জানালা ভেঙ্গে দেখতে পায় সে গলায় ফঁাস দিয়েছে। এ ঘটনায় দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে প্রতিবেশী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি

উপরে