শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিদ্যুৎ শ্রমিকদের উপর হামলা

আসামিদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

ভোলার দৌলতখান উপজেলায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনকালে ঠিকাদারের শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ১২জন শ্রমিক আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে ঠিকাদার মো. সাইফুল ইসলাম অভিযোগ করেন। রোববার দুপুরে ২টায় ভোলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন তিনি।

তিনি লিখিত বক্তব্যে আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের এক নম্বর ওয়াডের্র পশ্চিম জয়নগর গ্রামের গফুর সিকদার জামে মসজিদ এলাকায় পল্লীবিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজ করেন। এ সময় সন্ধ্যার দিকে লাইনে কমর্রত শ্রমিকদের উপর বিদ্যুৎ বন্ধ থাকার অজুহাত দেখিয়ে গ্রাহক নামধারী মো. রবিউল ইসলাম, মো. জয়নাল আবেদীন, মো. হেমায়েত, মো. হানিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী উদ্দেশ্যমূলক হামলা চালায়। এতে গিয়াস উদ্দিন, রেজাউল, আমিরুল, সিরাজুল ইসলাম, গোলাম মাওলা, বকুলসহ ১২জন শ্রমিক আহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে