শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
হালুয়াঘাট ব্যবসায়ী সমিতি

নিবার্চন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নিবার্চন বাতিল করতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের পোষ্ট অফিসসংলগ্ন নিজস্ব কাযার্লয়ে রোববার দুপুরে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ সাংবাদিক সম্মেলনে নিবার্চন বাতিলের দাবী জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ জুন অনুষ্ঠিত নিবার্চনে সভাপতি ও সমাজকল্যাণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নিবার্চনে প্রতিপক্ষের প্রাথীর্ জাল ভোট প্রদান করেন। জাল ভোটের বিষয়টি প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক এনামুল হক চুন্নুকে অবগত করার পর অনিয়ম হয়নি বলে নিবার্চন কমিশনার আশ্বস্ত করেন। পরে নিবার্চন কমিশনার অনুষ্ঠিত ২৯ জুনের নিবার্চন বাতিল করে দুটি পদের নিবার্চনের তারিখ আগামী ৩ জুলাই ভোট গ্রহণের দিন ঘোষণা করেন। ভোটারদের পক্ষ থেকে নতুন নিবার্চন কমিশন গঠন করে পুনরায় সব পদে নতুন নিবার্চনের তফসিল ঘোষণা করার জন্য সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে