বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মনোনয়নপত্র কিনলেন বিএনপির নেতারা

স্বদেশ ডেস্ক
  ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০
মনোনয়নপত্র হাতে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী Ñযাযাদি

একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতারা বৃহস্পতিবার বিএনপির ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় কাযার্লয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর :

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শহীদুজ্জামান বেল্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা একেএম হারুন অর রশিদ মোল্লা, সুন্দরপুর-দুগার্পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম নাজিম উদ্দীন।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের, কেন্দ্রীয় ধমর্ বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট জন গমেজ এবং নোমানুর রশিদ।

নেত্রকোনা : নেত্রকোনা-১ (দুগার্পুর-কলমাকান্দা) আসনে মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সহসভাপতি সাবেক এমপি গোলাম রব্বানী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যাপক সৈয়দ মাজহারুল হক সোহাগ। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সহসভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সহসভাপতি ডা. দেলোয়ার হোসেন টিটো, জেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান রেজভী, সাবেক ছাত্রনেতা এটিএম আবদুল বারী ড্যানী। নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান বিন সোহাগ শফিক। নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে তাহমিনাজ্জামান শ্রাবণী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী। নেত্রকোনা-৫ (পূবর্ধলা) আসনে জেলা বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আবু তাহের তালুকদার, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ, সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরান।

ধমর্পাশা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জ-১ আসনে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদাক ও কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শতাধিক নেতাকমীর্ নিয়ে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে মনোনয়ন জমা দেন তিনি।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জেলা সহসভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ মোজাহারুল ইসলাম, জেলা সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, সহসভাপতি ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া ও সুন্দরগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রামাণিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22664 and publish = 1 order by id desc limit 3' at line 1