শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বনাথে সড়কেই নষ্ট হচ্ছে শতাধিক গাছ

বিশ^নাথ (সিলেট) সংবাদদাতা
  ০৭ জুলাই ২০১৮, ০০:০০

সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন সড়কের পাশে^র্ মাটিতে প্রায় শতাধিক গাছ পড়ে আছে। এ উপড়েপড়া গাছগুলো প্রশাসন কতৃর্ক নিলাম ডাকার অভাবে নষ্ট হচ্ছে। এতে লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বিভিন্ন সময়ে ‘ঝড়-তুফান কিংবা গাছের শিকড়ে মাটি না থাকায়’ এসব গাছ উপড়ে পড়েছে। নিলাম আহবানে প্রশাসনের নিরবতার কারণেই এসব গাছ দীঘির্দন ধরে উপড়ে পড়ার স্ব-স্ব স্থানে পড়ে থেকে নষ্ট হচ্ছে বলে দাবি বিশ^নাথবাসীর। আবার মূল অংশসহ গাছ উপড়ে পড়ার কারণে উপজেলার অনেক স্থানেই ভেঙেছে জনগুরুত্বপূণর্ সড়ক।

খেঁাজ নিয়ে জানা গেছে, সওজের আওতাধীন ‘বিশ্বনাথ-রশিদপুর সড়ক ও বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়ক’ এবং এলজিইডির আওতাধীন ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক, বিশ্বনাথ-মিরেরচর-হাবড়া-ছালিয়া সড়ক, বিশ্বনাথ-মুফতিরগঁাও স্কুল সড়ক, রামপাশা-সিঙ্গেরকাছ সড়কসহ বিভিন্ন সড়কে বহু গাছ উপড়ে পড়ে আছে। তবে এলজিইডির আওতাধীন সড়কগুলোর পাশেই উপড়ে পড়া গাছের সংখ্যা বেশি। এমনকি ওই গাছগুলো উপরে পড়ার কারণে এসব এলাকার সড়কও ভেঙেছে বেশি।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার অমিতাভ পরাগ তালুকদার যায়যায়দিনকে বলেন, উপড়েপড়া গাছগুলোর ব্যাপারে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য স্ব-স্ব (সওজ-এলজিইডি) কতৃর্পক্ষকে নিদের্শ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<2309 and publish = 1 order by id desc limit 3' at line 1