বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয় উৎসবে মৌলবাদমুক্ত দেশ গড়ার আহŸান

কমর্সূচির মধ্যে ছিল শহীদ বেদিতে শ্রদ্ধা অপর্ণ, ডিসপ্লে আলোচনা, কুচকাওয়াজ, বিজয় র‌্যালি
স্বদেশ ডেস্ক
  ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০
নেত্রকোনায় বীর শহীদদের শ্রদ্ধাঞ্জালি অপর্ণ করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী -যাযাদি

নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে রবিবার শহীদ বেদিতে শ্রদ্ধা অপর্ণ, আলোচনা, কুচকাওয়াজসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তারা মৌলবাদমুক্ত দেশ গড়ার শপথ নেন এবং অন্যদের আহŸান জানান। অফিস, স্টাফ রিপোটার্র, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) : টঙ্গিবাড়ী উপজেলার স্বণর্গ্রামে আর এন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মো. মজিবুর রহমান সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসেদ প্রমুখ।

গাংনী (মেহেরপুর) : আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও বিষ্ণুপদ পাল ও ওসি হরেন্দ্র নাথ সরকার। গোপালগঞ্জ : বেদিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান প্রমুখ।

দেবিদ্বার (কুমিল্লা) : ইউএনও রবীন্দ্র চাকমার সভাপতিত্বে অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শামসুন্নাহার।

ল²ীপুর : পুষ্পাঘর্্য অপর্ণ করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) : ইউএনও বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান।

পাবনা : জেলা আওয়ামী লীগের উদ্যোগে বণার্ঢ্য বিজয় র‌্যালি বের করা হয় শহরে। এতে পাবনা সদর ৫ আসনের সংসদ সদস্য ও নৌকা দলীয় প্রাথীর্ গোলাম ফারুক প্রিন্স নেতৃত্ব দেন।

পলাশ (নরসিংদী) : ইউএনও ভাস্কর দেবনাথ বাপ্পী ও মুক্তিযোদ্ধারা উপজেলা সদর স্কুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করেন।

পোরশা (নওগঁা) : উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অপর্ণ করেন।

সদরপুর (ফরিদপুর) : ইউএনও পূরবী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সভায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ইউএনও তানবীর মোহাম্মদ আজিম।

শ্রীবরদী (শেরপুর) : ইউএনও সেঁজুতি ধর ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

ঘাটাইল (টাঙ্গাইল) : ইউএনও দিলরুবা আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

টেকেরহাট (মাদারীপুর) : ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী প্রমুুখ।

চঁাপাইনবাবগঞ্জ : আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

নেত্রকোনা : কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

মিঠাপুকুর (রংপুর) : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মামুন-অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদার রহমান, মিঠাপুকুর থানা অফিসার ইনচাজর্ (ওসি) জাফর আলী বিশ্বাস প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : ইউএনও ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক রামকৃষ্ণ বমর্ণ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

মৌলভীবাজার : মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ।

পটুয়াখালী : জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে শহরের পুরাতন কারাগারের অভ্যন্তরের গণকবরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বোয়ালখালী (চট্টগ্রাম) : ইউএনও আছিয়া খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানীসহ বিভিন্ন দপ্তরের কমর্কতার্রা উপস্থিত ছিলেন।

মিজার্গঞ্জ (পটুয়াখালী) : ইউএনও আবদুল্লাহ আল জাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : ইউএনও এএসএম মোসার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কমর্কতার্ মোঃ জহিরুল ইসলাম।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান।

ঝিনাইদহ : শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, সিভিল সাজর্ন রাশেদা সুলতানা।

রায়পুরা (নরসিংদী) : উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইউএনও মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

লালপুর (নাটোর) : ইউএনও উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা) : ইউএনও শাহনাজ বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালাই (জয়পুরহাট) : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

ভ‚ঞাপুর (টাঙ্গাইল) : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম, ইউএনও ঝোটন চন্দ প্রমুখ।

সুজানগর (পাবনা) : অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, ইউএনও সুজিৎ দেবনাথ, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন।

চিরিরবন্দর (দিনাজপুর) : পুষ্পস্তবক অপর্ণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

দশমিনা (পটুয়াখালী) : ইউএনও শুভ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন শওকত।

ধনবাড়ী (টাঙ্গাইল) : কমর্সূচির উদ্বোধন করেন ইউএনও আরিফা সিদ্দিকা ও উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমেদ।

দুপচঁাচিয়া (বগুড়া) : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আলহাজ নূরুল ইসলাম তালুকদার।

দুগার্পুর (নেত্রকোনা) : ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।

রাজবাড়ী: কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী এবং পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। কুচকাওয়াজ শেষে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভাসর্ স্কাউটস, বিএনসিসির সদস্যরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন।

বগুড়া: শহীদ চঁান্দু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শিশু-কিশোর সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে পুলিশ, আনসার, ফায়ার সাভির্সসহ জেলার প্রায় ৭০টি স্কুল ও কলেজ। দিনভর চলে নানা আয়োজন।

খুলনা :খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। পরে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাহিনী/প্রতিষ্ঠানের বণার্ঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান ও শরীরচচার্ প্রদশর্নী হয়। প্রদশর্নীতে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন।

খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহম্মদ, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির এবং পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

বাগেরহাট :বাগেরহাট হেলাল উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

মঠবাড়িয়া (পিরোজপুর) : জাতীয় সঙ্গীতের মাধ্যম্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পরপরই প্যারেড গ্রাউন্ড পরিদশর্ন ও সালাম গ্রহণ করেন স্থানীয় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা নিবার্হী কমর্কতার্ জিএম সরফরাজ, অফিসার ইনচাজর্ এমআর শওকাত আনোয়ার ও সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন।

দিরাই (সুনামগঞ্জ) : পুষ্পস্তবক অপের্নর মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ মো. শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কমর্কতার্ মো. শরিফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বিশ্বজিৎ দে, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই থানার অফিসার ইনচাজর্ মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতার্ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কমর্কতার্ মাহফুজুর রহমান, শিক্ষা কমর্কতার্ এস এম আব্দুল হালিম, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) :ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন মুন্সীগঞ্জ-১ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রাথীর্ জনাব আলহাজ কে এম আতিকুর রহমান।

মদন (নেত্রকোনা) : প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পুষ্পস্তবক অপর্ন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শরীরচচার্ প্রদশর্নী, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধ বিষয়ক চলচিত্র প্রদশর্নী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কসবা (ব্রাক্ষণবাড়িয়া) : উপজেলা নিবার্হী কমর্কতার্ হাসিনা ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়াম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (কসবা সাকের্ল) আব্দুল করিম, কসবা থানা ভারপ্রাপ্ত কমর্কতর্ (ওসি) আব্দুল মালেক।

দৌলতপুর (মানিকগঞ্জ) : উপজেলা নিবার্হী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রুমানা তানজিন অন্তরা, থানা অফিসার ইনচাজর্ (ওসি) সুনীল কুমার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অপর্ণ করেন।

কালিয়াকৈর (গাজীপুর) : উপজেলা নিবার্হী কমর্কতার্ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মহিলা বিষয়ক কমর্কতার্ ও সহকারী মাধ্যমিক কমর্কতার্র পরিচালনায় উপজেলার গোলামনবী মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ মো. আলমগীর হোসেন প্রমুখ।

নলডাঙ্গা (নাটোর) : ইউএনও সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউলহক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ শফিকুর রহমান, ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু প্রমুখ।

চৌহালী (সিরাজগঞ্জ) : থানা আ’লীগের সহ-সভাপতি হাতেম আলী মাস্টারের (সাবেক চেয়ারম্যান) সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, দলের নেতা এবিএম শামীম হক, শওকত আলী, আমিনুল ইসলাম আল-আমিন (লাল বাবু) ও মেহেদী হাসান তুষার সহ দলীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27453 and publish = 1 order by id desc limit 3' at line 1