মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবধর্না

স্বদেশ ডেস্ক
  ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০
দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও আব্দুস সালাম চৌধুরী Ñযাযাদি

বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের রোববার সংবধর্না দেয়া হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর :

নেত্রকোনা :জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তৃতা করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আ’লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) :উপজেলা নিবার্হী কমর্কতার্ ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার শারমীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির, ইউনিয়ন কমান্ডার জান মহাম্মদ, আব্দুস ছোবহান, কাউছার আলী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল-মামুন, ভাইস চেয়ারম্যান মইনুদ্দিন মোহন প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল) : ৩০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ রমেন্দ্র নাথ বিশ^াস। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মাহবুবুল হক, অফিসার ইনচাজর্ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) : উপজেলা নিবার্হী কমর্কতার্ বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, অধ্যক্ষ কমলা রানী মÐল, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোটেক রণজিত কুমার সমদ্দার।

পাংশা (রাজবাড়ী) : উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ. কে.এম শফিকুল মোরশেদ আরুজ, সাবেক এমপি আব্দুল মতিন মিয়া, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ।

ফুলবাড়ী (দিনাজপুর) : উপজেলা নিবার্হী অফিসার আব্দুস সালাম চৌধুরী ফুলের শুবেচ্ছা জানিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি কমর্কতার্ এটিএম হামিম আশরাফ, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সাকের্ল) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ ওসি শেখ নাসিম হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

তিতাস (কুমিল্লা) : উপজেলা নিবার্হী অফিসার মোছা. রাশেদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তিতাস থানা অফিসার ইনচাজর্ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী প্রমুখ।

বিরল (দিনাজপুর) : উপজেলা নিবার্হী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক এ বি এম রওশন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিরল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

বেতাগী (বরগুনা) : উপজেলা নিবার্হী অফিসার মো. রাজীব আহসানের সভাপতিত্বে সংবধর্না সভায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান ফোরকান, অফিসার ইনচাজর্ মো. কামরুজ্জামান মিয়া, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মোতালেব সিকদার ও মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু।

বড়াইগ্রাম (নাটোর) : ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে সংবধর্না অনুষ্ঠানে বক্তৃতা করেন ভরপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) দিলিপ কুমার দাস, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, শামসুল হক, কৃষি কমর্কতার্ ইকবাল আহমেদ, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

গোয়ালন্দ (রাজবাড়ী) : উপজেলা নিবার্হী রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে সংবধর্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, সহকারী কমিশনার (ভ‚মি) আবদুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচাজর্ এজাজ শফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27454 and publish = 1 order by id desc limit 3' at line 1