logo
বৃহস্পতিবার ২১ মার্চ, ২০১৯, ৭ চৈত্র ১৪২৫

  সিংড়া (নাটোর) সংবাদদাতা   ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০  

সিংড়াকে দুনীির্তমুক্ত করেই ছাড়ব:পলক

আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারা দেশেরমত নাটোরের সিংড়াকে উন্নত করতে হলে প্রধানবাধা দুনীির্ত। সরকারী বিভিন্ন অফিসে ঘুষ ও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ শোনা যায়। আমার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষের কাছে সুযোগ নেয়া হয় বলে শোনা যায়। আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন সুেেযাগ অথবা টাকা চায় তবে তাকে বেঁধে পুলিশে দেবেন। নাটোরের সিংড়ায় শনিবার নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে সিংড়া কোটর্ মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে