শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

মৎস্যচাষিদের প্রশিক্ষণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে মৎসচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি এনজিওর আয়োজনে শহরের হাঙ্গার ফ্রি ওয়াল্ডের্র কনফারেন্স রুমে একদিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা মৎস্য কমর্কতার্ আলফাজ উদ্দীন শেখ। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কমর্কতার্ মোহাম্মদ সাইদুর রহমান রেজা ও বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র সহকারী পরিচালক সবুজ কুমার চৌধুরী।

শীতবস্ত্র বিতরণ

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরে সোমবার দুপুরে শেখ রাসেল শিশু পাকের্ গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, ইউএনও সুজিৎ কুমার দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, জেলা আ’লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, থানা ভারপ্রাপ্ত কমর্কতার্ শরিফুল আলম প্রমুখ।

প্রশাসনের মতবিনিময়

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে থানার হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওসি একেএম মনজুর আলম, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, আহসান হাবিব শামীম, রুহুল আমীন, নিবার্হী সদস্য বেলাল উদ্দিন, সহসভাপতি এমকেআই জাবেদ, সাধারণ সম্পাদক শরিফুল আলম। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য আক্তার হোসেন।

হুইল চেয়ার বিতরণ

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিবন্ধী যমজ বোনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন তালহা ফাউন্ডেশনের উদ্যোগে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। তালহা ফাউন্ডেশনের চেয়ারম্যান জুবায়ের খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুÐ গ্রামের স্থানীয় খানপাড়ার হতদরিদ্র দিনমজুর সাইদুর রহমানের প্রতিবন্ধী দুই মেয়ে হাসি এবং খুশির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সম্পাদক মিঠুন মাহমুদ।

বিতকর্ প্রতিযোগিতা

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর বাঘা উপজেলার দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের আন্তঃশ্রেণি শিক্ষাথীের্দর বিতকর্ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ৯ম শ্রেণি। শ্রেষ্ঠ বক্তা নিবাির্চত হয় ৯ম শ্রেণির শিক্ষাথীর্ সাইমা নাসরিন। সোমবার সকালে কলেজ মাঠে ‘গ্রাম না, শহর-ই ভালো’ এই বিষয়ের পক্ষে-বিপক্ষে বিতকর্ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আফতাব হোসেন। বিচারক ছিলেন প্রভাষক নজরুল ইসলাম, বাবর আলী ও আলমগীর হোসেন।

বস্ত্র বিতরণ

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের পারডেমনামারা আশ্রয়ণ প্রকল্পে ও বৃত্তিডাঙ্গা আদিবাসী পাড়াতে রবিবার রাতে শীতাতর্ মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী। এ সময় জেলা প্রশাসনের কমর্কতার্, পাংশা উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নিবার্চন কমর্কতার্ মো. আব্দুল আলীম, শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান প্রমুখ।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পযাের্য় আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বাষির্ক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্ব¡রে প্রাথমিক শিক্ষা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ইউনিয়ন পযাের্য়র অনুষ্ঠানে বিজয়ী দুই শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কমর্কতার্ মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কমর্কতার্ (ভারপ্রাপ্ত) গোলাম সগির, উপজেলা সহকারী শিক্ষা কমর্কতার্ কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা ও ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আবদুল মন্নান প্রমুখ।

জন্মদিন পালিত

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির কাযার্লয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আজগর খান, সহ-সভাপতি আফছারুজ্জামান প্রমুখ।

বস্ত্র বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এতিম ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা চত্বরে মেসাসর্ মারুফ এন্টারপ্রাইজের উদ্যোগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লাভলু শেখ প্রধান অতিথি থেকে এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মওলানা কবিরুল ইসলাম, রাজিয়া খাতুন, কারি বশির বীন সামচুউদ্দিন উপস্থিত ছিলেন।

কমিটির সভা

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

বিশ্বম্ভরপুরে বহুখাতভিত্তিক পুষ্টি কাযর্ক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক গুরুত্বপূণর্ দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. শাহ নেওয়াজ। রোববার বিকালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. শাহ নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির উপদেষ্টা ইকবাল কবির।

মতবিনিময় সভা

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

খুলনার ডুমুরিয়ায় আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সরদার ইলিয়াজ হোসেন সোমবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রভাষক বিষ্ণুপ্রসাদ মল্লিক, ইয়াকুব আলী শেখ, ইউপি সদস্য সিরাজ সরদার, সরদার নজরুল ইসলাম, শফিকুল ইসলাম মধুসহ প্রেসক্লাবের আহŸায়ক এমএ এরশাদ প্রমুখ।

পুরস্কার বিতরণ

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার বিকালে মতিগঞ্জ আরএম হাটকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষাথীের্দর হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু।

অবহিতকরণ সভা

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডোমারে জানো (জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম) প্রকল্পের অবহিতকরণ ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া। উপজেলা নিবার্হী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল, ডোমার থানার ওসি মোকছেদ আলী, কেয়ার বাংলাদেশ ম্যানেজার গোলাম রব্বানী, ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার পোষির্য়া রহমান প্রমুখ।

শিশুর মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার ভেড়ামারায় নালার পানিতে ডুবে রোহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এই মমাির্ন্তক ঘটনা ঘটে। নিহত রোহান উক্ত এলাকার প্রবাসী ইয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদ জানান, বাড়ির টিউবওয়েলের পানির নালার গতের্ রোহান নামের ওই শিশুটি ডুবে যায়।

কম্বল বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

কলমাকান্দায় উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা হতে উপজেলা নিবার্হী অফিসার মো. জাকির হোসেন হতদরিদ্র শীতাতর্ লোকজনের মধ্যে গত এক সপ্তাহব্যাপী বিভিন্ন ইউনিয়নের গ্রাম-পাড়া-মহল্লায় কম্বল বিতরণ করেছেন। এ সময় উপজেলা নিবার্হী অফিসারের ত্রাণ শাখার কমর্কতার্সহ উপজেলা স্বাস্থ্য ও প. প. কমর্কতার্ ডা. আল মামুন, ভেটেনারি সাজর্ন ডা. ফারুক আহম্মেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33275 and publish = 1 order by id desc limit 3' at line 1