logo
শুক্রবার ২৬ এপ্রিল, ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

  চৌগাছা (যশোর) সংবাদদাতা   ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

চৌগাছায় জামায়াতের ২৯ নেতাকমীর্ জেলে

নাশকতা প্রচেষ্টার মামলায় চৌগাছা উপজেলা জামায়াতের আমিরসহ ২৯ নেতাকমীের্ক সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো নেতারা হলেনÑ উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দীন খান, নায়েবে আমির মাও নুরুল ইসলাম, জামায়াত নেতা মাও আব্দুস সবুর, রওশন জামিল, অধ্যাপক আসাদুজ্জামানসহ ২৯ নেতাকমীর্ কারাগারে পাঠিয়েছেন।

পূবের্ দায়েরকৃত একটি নাশকতা মামলায় রোববার যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে