বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় কাউন্সিলরসহ ২২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ও মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রম্নপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের নিতাইগঞ্জের নলুয়া রোড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আর সোমবার সকালেই গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।

এর আগে রোববার গভীর রাতে শহরের নিতাইগঞ্জের দক্ষিণ নলুয়া এলাকার মসজিদ কমিটির বিরোধ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হেসেন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না গ্রম্নপের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে রোববার রাতে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ২০ থেকে ২২ জন আহত হয়। আর সংঘর্ষ চলাকালে উভয় গ্রম্নপের লোকজনই আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় উভয় গ্রম্নপের লোকজনের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকাই রণক্ষেত্রে পরিণত হয়। আর সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে চারদিকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, মসজিদ কমিটি নিয়ে বিরোধে দুই গ্রম্নপের সংঘর্ষে দুটি মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলায় কাউন্সিলর কবির হোসেন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সোমবার সকালেই রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37332 and publish = 1 order by id desc limit 3' at line 1