বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা জেলার উন্নয়নে কিছু করতে চাই:সালমান

সাতক্ষীরা প্রতিনধি
  ১৯ মার্চ ২০১৯, ০০:০০

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চিন্তা-চেতনা বঙ্গবন্ধুর অনেক আগে থেকে। সেজন্য এ দেশ স্বাধীন হয়েছে। বহুদিন ধরে সাতক্ষীরার প্রতি আমার অনেক প্রাণের টান আছে। এ জন্য এ জেলার উন্নয়নে কিছু করতে চাই। সোমবার দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সালমান এফ রহমানের একান্ত সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<41633 and publish = 1 order by id desc limit 3' at line 1