শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচনে জিতলেন যারা

স্বদেশ ডেস্ক
  ২৬ মার্চ ২০১৯, ০০:০০

পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ১১৭টি উপজেলায় ভোটের মধ্যে ৬৫টির ফলাফলে প্রাথমিকভাবে চেয়ারম্যান পদে আ'লীগের ৪০ ও স্বতন্ত্র ২৫ প্রার্থী জয়ী হয়েছে। তার মধ্যে আ'লীগের ১১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্টাফ রিপোটার, প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর :

কক্সবাজার : শক্তিশালী বিদ্রোহী প্রার্থীর কাছে অসহায় হয়েছেন কক্সবাজারের চার উপজেলার নৌকা প্রতীক নিয়ে মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নামমাত্র আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী রামু উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল (আনারস), পেকুয়ায় জাহাঙ্গীর আলম (দোয়াত কলম), মহেশখালীতে শরীফ বাদশা (আনারস), টেকনাফে নুরুল আলম (মোটর সাইকেল) উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

টেকেরহাট (মাদারীপুর): মাদারীপুরের রাজৈর উপজেলায় চেয়ারম্যান পদে আ'লীগের প্রার্থী এম এ মোতালেব মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে শেখ ফজলুল হক বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে ভাইস চেয়ারম্যান পদে রাসেল আহমেদ উড়োজাহাজ প্রতীকে ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা ইয়াসমিন প্রজাপতি প্রতীকে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে গত ৭ মার্চ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বীনাপ্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে আ'লীগের মো. শাহজাহান শিশির নির্বাচিত হয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. মাহবুব আলম (তালা) ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা খানম (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবু আব্দুলস্নাহেল কাফী নির্বাচিত হয়েছেন। এছাড়ও ভাইস চেয়ারম্যান পদে বরকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেবী নাজনীন বিজয়ী হয়েছেন।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুব্রত ঠাকুর হিল্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে খাজা নেওয়াজ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সোহাগী রহমান মুক্তা বিজয়ী হয়েছেন।

বোয়ালখালী: বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল আলম বিজয়ী হয়েছেন। এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে এসএম সেলিম (উড়োজাহাজ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা ছাত্র লীগের সাবেক সফল সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ভাইসচেয়ারম্যান পদে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক জিএস মো. তছলিম আহাম্মদ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মাসুদা বেগম বিজয়ী হয়েছেন।

গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এম এ খালেক বিজয়ী হয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে রাশেদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমীন বিজয়ী হয়েছেন।

গাজীপুর : গাজীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চার উপজেলার মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। রোববার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং অফিসারগণ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. তারেফুজ্জামান জানান, কালিয়াকৈর উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী কামাল উদ্দিন সিকদার বিজয়ী হয়েছেন। শ্রীপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সামসুল আলম প্রধান বিজয়ী হয়েছেন। এ ছাড়া কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, কাপাসিয়ায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমানত হোসেন খান নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহ : ঝিনাইদহের চার উপজেলা ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও দুটিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জয়লাভ করে। রোববার রাত ১২টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রশিদ। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা রাশিদুর রহমান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরতি দত্ত নির্বাচিত হন।

হরিণাকুন্ডু উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শিলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা নির্বাচিত হন।

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শিকদার মোশাররফ হোসেন সোনা জয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী কালু ও নিলুফা ইসমিন বেসরকারিভাবে নির্বাচিত হন।

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিবলী নোমানি ও শাহানাজ পারভীন নির্বাচিত হন।

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে রোববার ১১টি উপজেলায় নির্বাচন হয়েছে। বড় ধরনের অনিয়মের অভিযোগে কটিয়াদী উপজেলার ৮৯টি কেন্দ্রের সবগুলোতে নির্বাচনের দিন সকালেই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আর বাজিতপুরে ৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় চূড়ান্ত ফলাফল হয়নি। অন্যদিকে মিঠামইনে আওয়ামী লীগ প্রার্থী আছিয়া আলম আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ফলে ১০টি উপজেলা পরিষদের নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ, তিনটিতে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মামুন আল মাসুদ খান (কাপ-পিরিচ) বিজয়ী হয়েছেন। হোসেনপুরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোহেল (আনারস) বিজয়ী হয়েছেন। তাড়াইলে জাপা প্রার্থী জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন বিজয়ী হয়েছেন। ইটনায় চৌধুরী কামরুল হাসান (নৌকা) বিজয়ী হয়েছেন। অষ্টগ্রামে শহীদুল ইসলাম জেমস (নৌকা) বিজয়ী হয়েছেন। করিমগঞ্জে নাসিরুল ইসলাম খান আওলাদ (নৌকা) বিজয়ী হয়েছেন। কুলিয়ারচরে ইয়াছির মিয়া (নৌকা) বিজয়ী হয়েছেন। ভৈরবে মুক্তিযোদ্ধা সায়দুলস্নাহ মিয়া (নৌকা) বিজয়ী হয়েছেন। নিকলীতে স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুছ ভুঁইয়া জনি (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন।

লক্ষ্ণীপুর : লক্ষ্ণীপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলায় আওয়ামী লীগ এবং তিন উপজেলা স্বতন্ত্র প্রাথীর বিজয় লাভ করেছে। সদর উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে স্বতন্ত্র প্রাথী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু বিজয়ী হয়েছেন। রায়পুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ বিজয়ী হয়েছেন। রামগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনির হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন। কমলনগরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মেছবাহ্‌ উদ্দিন বাপ্পী। এদিকে রামগতি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রাথী শরাফত উদ্দিন আজাদ (সোহেল) বিজয়ী হয়েছেন।

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়া জেলায় নির্বাচনে ৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে কুষ্টিয়া সদর ছাড়া অন্য ৫ উপজেলাগুলোতে সব পদে ভোট হয়েছে। সদরে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা। এছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া ৫টি উপজেলাতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছে।

দৌলতপুর উপজেলা : এ উপজেলায় বেসরকারিভাবে জয়ী হয়েছেন সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদ'র ছেলে এ্যাড. এজাজ আহমেদ মামুন।

মিরপুর উপজেলা : মিরপুর উপজেলায় টানা দ্বিতীয়বারের মত উপজেলার দায়িত্ব পেতে যাচ্ছেন নৌকার প্রার্থী কামারুল আরেফিন।

ভেড়ামারা উপজেলা : চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাজী আক্তারুজ্জামান মিঠু।

কুমারখালী উপজেলা : এ উপজেলায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আব্দুল মান্নান খান।

গোপালগঞ্জ : তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ৫ উপজেলায় বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন গোপালগঞ্জ সদর উপজেলায় শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলায় সোলায়মান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস, কাশিয়ানী উপজেলায় সুব্রত ঠাকুর হিল্টু ও মুকসুদপুর উপজেলায় মো. কাবির মিয়া। রোববার মধ্যরাতে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারগণ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর : মেহেরপুর জেলার তিনটি উপজেলায় এবার সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইয়ারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লতিফুন নেছা লতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ইভিএম পদ্ধতিতে ভোটের মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউদ্দীন বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রফিক মোলস্না ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন নির্বাচিত হয়েছেন। গাংনী উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল খালেক ও ভাইস চেয়ারম্যান পদে রাশেদুল হক জুয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

লোহাগড়া (নড়াইল) : উপজেলা আ'লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী এসএম এ আঃ হান্নান রুনু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে কামাল হোসেন ভূইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন ইতি নির্বাচিত হয়েছেন।

রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছাদেক বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল মোমেন ও তাজ তাহমিনা মানিক।

রাজবাড়ী : উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর চারটি উপজেলার মধ্যে আওয়ামী বিদ্রোহী প্রার্থী দুটিতে, একটিতে আওয়ামী লীগ এবং একটিতে আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আ'লীগ বিদ্রোহী) ইমদাদুল হক বিশ্বাস জয়লাভ করেছেন। পাংশায় স্বতন্ত্র প্রার্থী (আলীগ বিদ্রোহী) ফরিদ হাসান ওদুদ জয়লাভ করেছেন। বালিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ জয়লাভ করেছেন। গোয়ালন্দে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শাহরাস্তি (চাঁদপুর) : উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উলস্না চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান পদে এস এম আতাউল হক দোলন নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে খালেদা আইয়ুব ডলি নির্বাচিত হয়েছেন।

ব?রিশাল : বরিশাল জেলার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সকল প্রার্থী (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ৭টির মধ্যে ৪টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুগঞ্জ ও বানারীপাড়ায় উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় মো. গোলাম ফারুক, মুলাদীতে তারিকুল ইসলাম খান মিঠু ও বাকেরগঞ্জে মোহাম্মদ শামসুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া হিজলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. বেলায়েত হোসেন ঢালী ২৫ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উজিরপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার (বাচ্চু) বিজয়ী হয়েছেন। বাবুগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী ইমদাদুল হক বিজয়ী হয়েছেন। শেরপুর : শেরপু?র জেলায় তিনটি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় হলেও অন্য দুটিতে বিদ্রোহীরা জয়ী হয়েছেন।

এরা হলো, ঝিনাইগাতী?তে উপ?জেলায় চেয়ারম্যান প?দে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ ওয়া?রেছ নাঈম (নৌকা) বেসরকারিভা?বে নির্বা?চিত হ?য়ে?ছেন। না?লিতাবাড়ী উপ?জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোক?সেদুর রহমান লেবু নির্বাচিত হয়েছেন। শ্রীবরর্দী উপজেলায় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী এডিএম শহিদুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৩৪ হাজার ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান পদে যায়যায়দিনের কালকিনি সংবাদদাতা মো. শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ : মানিকগঞ্জের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দুইটি ও স্বতন্ত্র একটিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন দৌলতপুরে নুরুল ইসলাম রাজা, ঘিওরে হাবিবুর রহমান হাবিব, সিংগাইরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুশফিকুর রহমান হান্নান নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলায় সদর আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাটুরিয়ায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, হরিরামপুরে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সায়েদুর রহমান ও শিবালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42621 and publish = 1 order by id desc limit 3' at line 1