শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
যশোর বোডর্

দুই বছরে পাসের হার কমেছে ২৩ শতাংশ

যশোর প্রতিনিধি
  ২০ জুলাই ২০১৮, ০০:০০
যশোর ক্যান্টনমেন্ট কলেজে শিট থেকে রেজাল্ট খুঁজে নিচ্ছেন পরীক্ষাথীর্রা

এইচএসসি পরীক্ষার ফলাফলে গত বছরের চেয়ে আরও পিছিয়েছে যশোর বোডর্। দু’বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৩ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর বোডের্ পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ। গত বছর এই হার ছিল ৭০ দশমিক ০২ ভাগ। আর ২০১৬ সালে ৮৩ দশমিক ৪২ ভাগ পাসের হার নিয়ে দেশসেরা হয়েছিল যশোর বোডর্।

পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিও কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৪৭ জন। আর ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ ফলাফল নিশ্চিত করে জানিয়েছেন, ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ায় তা সাবির্ক ফলাফলে প্রভাব ফেলেছে। যশোর বোডের্র প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এ বছর যশোর বোডর্ থেকে ১ লাখ ৯ হাজার ৬৯২ জন শিক্ষাথীর্ এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে উত্তীণর্ হয়েছে ৬৬ হাজার ২৫৮ জন। উত্তীণের্দর মধ্যে ছাত্র ৩১ হাজার ৬৫২ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৬০৬ জন। পাসের হার ৬০ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ জন। বহিষ্কৃত হয়েছে ৪৭ জন।

গত বছর এই বোডর্ থেকে ৯৫ হাজার ৬৯২ জন শিক্ষাথীর্ এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীণর্ হয়েছিল ৬৭ হাজার ২ জন। উত্তীণের্দর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৮০৮ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৯৪ জন। পাসের হার ছিল ৭০ দশমিক ০২। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৪৭ জন। বহিষ্কৃত হয়েছিল ৫৬ জন। ২০১৬ সালে এই বোডর্ থেকে ১ লাখ ৩০ হাজার ৫৭২ জন শিক্ষাথীর্ এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল ১ লাখ ৮ হাজার ৯২৯ জন। পাসের হার ছিল ৮৩ দশমিক ৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৫৮৬ জন। পরীক্ষায় বহিষ্কৃত হয়েছিল ৮১ হন।

এ হিসাবে গত দু’বছরে যশোর বোডের্ পাসের হার কমেছে ২৩ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে ২ হাজার ৪৯৭।

শিক্ষা বোডের্র তথ্য অনুযায়ী, এ বছর যশোর বোডের্ বিজ্ঞান বিভাগ থেকে ১৯ হাজার ৩০৪ জন শিক্ষাথীর্ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীণর্ হয়েছে ১৫ হাজার ৬১৮ জন। পাসের হার ৮০ দশমিক ৯১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৮৪ জন। মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৮ হাজার ৮৯৮ জন। উত্তীণর্ হয়েছে ৩৫ হাজার ৭২৮ জন। পাসের হার ৫১ দশমিক ৮৬ ভাগ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ২১ হাজার ৪৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৯১২ জন। পাসের হার ৬৯ দশমিক ৩৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬৭ ছাত্রছাত্রী। সারা দেশের গড় ফলাফলের তুলনায় যশোর বোডের্র ফলাফলও নিম্নমুখী। তবে ২০১৬ সালে ভূমিধস সাফল্যে দেশসেরা অবস্থানে ছিল এই বোডর্।

এবারের ফলাফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষা বোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এইচএসসি পরীক্ষায় এ বছর কোনো ধরনের প্রশ্নপত্র ফঁাসের খবর পাওয়া যায়নি। সব মহলের সহযোগিতায় প্রশ্ন ফঁাসের অপতৎপরতা রুখে দেয়া সম্ভব হয়েছে। এজন্যও পাসের হার কিছুটা কমেছে। তবে ভালো শিক্ষাথীর্রা ফলাফল ভালো করেছে। তার প্রমাণ জিপিএ-৫ প্রাপ্তি কমেছে মাত্র ৩শ’র মতো।

আর দেশের প্রায় সব বোডের্ই এবার ইংরেজির ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। যশোর বোডের্ এবার ইংরেজিতেই ৩৫ ভাগ শিক্ষাথীর্ অনুত্তীণর্ হয়েছে। এছাড়া মানবিকেও পাসের হার কমেছে। এজন্য এর প্রভাব সাবির্ক ফলাফলে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<4266 and publish = 1 order by id desc limit 3' at line 1