বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

পুলিশিং সভা

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

চৌহালীতে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চৌহালীর ইউএনও মুহা. আবু তাহির, থানা কমিউনিটি পুলিশিংয়েরে আহ্বায়ক আবু নজির মিয়া, সদস্য সচিব গাজী হযরত আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোলস্না বাবুল আক্তার ও রাজশাহী রেঞ্জের (সিপিও) আয়নুল হক প্রমুখ।

চেক বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০টি মসজিদ ও ৪টি মন্দিরে দুই লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ঐচ্ছিক তহবিল থেকে এই চেক বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কমিটির সভাপতিগণের হাতে এ চেক তুলে দেয়া হয়। চেক বিতরণকালে ইউএনও মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আ. মান্নান মন্ডল প্রমুখ।

মতবিনিময় সভা

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়ায় রুম টু রিড বাংলাদেশ কর্তৃক সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় নলবাতা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার বাসন্তী লতা দাস, পিএ নাজমা খাতুন নীতি, প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মৃধা প্রমুখ।

মতবিনিময় সভা

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিথি ছিলেন এসটিভি বাংলার সম্পাদক সোহেল সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, থানার এ এস আই জাহিদ হোসেন প্রমুখ।

সচেতনতামূলক কর্মশালা

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

'এইচআইভি সম্পর্কে সচেতন হউন, পরীক্ষা করুন, প্রতিরোধের ব্যবস্থা নিন'।- এই স্স্নোগান সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে এইচআইভি সম্পর্কে সচেতন ও প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের হলরুমে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহবুব হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সাইফুর রহমান। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম, উক্ত হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাসলিম জান্নাত প্রমুখ।

মানববন্ধন অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

পূজা উদযাপন পরিষদ বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার সারা দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জবর দখলকৃত দেবোত্তর সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিরামপুর ঢাকা মোড়ে মানববন্ধন চলাকালে বিরামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল প্রমুখ।

৭৫ ভিক্ষুকে পুনর্বাসন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭৫ জন ভিক্ষুককে পুনর্বাসন করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। রোববার সকালে উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ জন ভিক্ষুককে ডিম, রান্নার চুলা, সোপসহ আনুষঙ্গিক জিনিসপত্র তুলে দেয়া হয়। এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল।

রিকশা বিতরণ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে জীবিকা নির্বাহের জন্য অসহায় ও দুস্থ লোকজনের মাঝে রিকশা ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিস প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

বিদায় সংবর্ধনা

ধুনট (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার ধুনট উপজেলা পরিষদে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ এবং সাবেকদের বিদয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও পপি রানী সাহাকে বরণ এবং সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও নূরজাহান আকতারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম প্রমুখ।

অভিভাবক সমাবেশ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় 'আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুলস্নাহ আল মামুন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিনের সভাপতিত্বে অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী সানজিদা সরকার, বিদ্যালয়ের উপদেষ্টা এসএম সামশুল আলম, সিনিয়র শিক্ষক জোবায়দা খাতুন প্রমুখ।

সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে রোববার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা পুস্টি সমন্বয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

জেলা সিভিল সার্জন ডা. রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. পিজুস সূত্রধর, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

সচেতনতামূলক সভা

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধে গণ সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সভায় মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ব্যবসায়ীদের দুই দিন সময় বেঁধে দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব, ইউপি সদস্য কামাল, অহিদুল আলম, সালাউদ্দিন, মঈন উদ্দিন, ফরহাদ হোসাইনুল আলম চৌধুরী ও জাহাঙ্গীর মুন্সী প্রমুখ।

খাদ্য বিষয়ক কর্মশালা

চৌদ্দগ্রাম (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার চৌদ্দগ্রামে 'নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দীন প্রমুখ।

কর্মীসভা

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ গাজীপুর জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা রোববার টঙ্গীর চেরাগআলী মোলস্না পস্নাজায় সানাই কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছ। গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. মো. আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী ঐক্য পষিদের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।

\হ

সার বিতরণ

ক্ষেতলাল (জয়পুরহাট) সংবাদদাতা

চলতি মৌসুমে আউশ ধান প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে বিআরডিবি হলরুমে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মো. মোস্তাকিম মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু ও নুরুন্নাহার গুন্নাহ, মেয়র সিরাজুল ইসলাম বুলু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46395 and publish = 1 order by id desc limit 3' at line 1