শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

পরিচিতি সভা

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন শাখা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রোয়াইলবাড়ি ইউপি কমপেস্নক্স প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবকমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম ভূইঁয়া রাছেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (জহির) এর সঞ্চালনায় এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা প্রমুখ।

কৃষি প্রণোদনা

অভয়নগর (যশোর) সংবাদদাতা

যশোরের অভয়নগরে প্রায় ৪০ হাজার কৃষকের মধ্যে ৫০০ কৃষক পেল বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার প্রণোদনা। খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক এসব কৃষকের মধ্যে মঙ্গলবার সকালে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামাদনী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা

আ'লীগের বর্ধিত সভা

শাহ্‌রাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের শাহ্‌রাস্তিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহের ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল বীর উত্তম এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চাঁদপুর পৌর মেয়র মো. নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

সমন্বয় সভা

চৌদ্দগ্রাম (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার চৌদ্দগ্রামে চেতনা বস্নাড ডোনেট গ্রম্নপের সমন্বয় সভা সোমবার সন্ধ্যায় অফবিট রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেতনা একাডেমিক কেয়ারের প্রতিষ্ঠাতা রাশেদুল আলম সবুজের সভাপতিত্বে ও পাঁচরা জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ বস্নাড ব্যাংকের সদস্য মাসুদ গোফরান, জিনিয়াস কম্পিউটার প্রোপ্রাইটর মোশারফ হোসেন, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন, প্রাইম হসপিটালের প্যাথলজিস্ট শিপন।

ভবন উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জ হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার উদ্বোধন করেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুবুর রহমান রনজুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দীক ঠান্ডু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম।

গোলটেবিল বৈঠক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মশার উপদ্রবের কারণ চিহ্নিতকরণ ও প্রতিকারে করণীয় বিষয়ে আমেরিকাভিত্তিক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অর্থায়নে মঙ্গলবার এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ গোলটেবিল বৈঠকের প্রতিনিধিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র এ বাকী তালুকদার। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মোজাফ্‌ফর হোসেন, অধ্যাপক কমল ঘোষ, চৈৗধুরী আব্দুর রব, অ্যাড. মোজাফ্‌ফর হোসেন, বিএনপি নেতা মোজাফ্‌ফর রহমান আলম, মাহবুবুল হক কিশোর, শাহিদা আক্তার, নারগিছ আক্তার ইভা, তাছলিমা বেগম, মমতাজ মেরী।

সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরে ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ডনোভান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের করা হয়। জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ছাত্রীদের সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন উপ পুলিশ পরিদর্শক মো. গোলাম রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার খান, সহকারী শিক্ষক বিকাশ কান্তি রায়, শাখাওয়াত হোসেন প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জ পলস্নীবিদু্যৎ সমিতির আওতায় নওপাড়া-চরআত্রায় ৩৩/১১কেভি ১০ এমভিএ উপকেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ পলস্নীবিদু্যৎ সমিতি বোর্ডের সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিআরপিডির সদস্য মো. আবদুস ছালাম, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, মুন্সীগঞ্জ পলস্নীবিদু্যতের জিএম মোবারক উলস্না, মুন্সীগঞ্জ পলস্নীবিদু্যৎ সমিতির পরিচালক মো. শাহজাহান, আওলাদ হোসেন, অরিফুর রহমান, টঙ্গিবাড়ী পলস্নী বিদু্যৎ সমিতির ডিজিএম মধাব নাগ প্রমুখ।

সাউন্ডসিস্টেম বিতরণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডিমলা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ডসিস্টেম বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৭৫ বিদ্যালয়ে সাউন্ডসিস্টেম বিতরণ করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, উপজেলা ভূমি কর্মকর্তা নুর আলম সিদ্দিকি প্রমুখ।

৩৫ বছরপূর্তি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ন্যাশনাল লাইফ ইনসু্যরেন্স কোম্পানির কসবা-আখাউড়া মডেল এরিয়ায় কোম্পানির ৩৫ বছরপূর্তি উদযাপন করেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় কসবা মডেল অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্যর্ যালি কসবা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্ যালির নেতৃত্ব দেন কসবা-আখাউড়া মডেল এরিয়ার প্রধান কোম্পানির সহকারী ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) আলহাজ মো. ছায়েদুর রহমান ভূইয়া।

হালখাতা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

কৃষিঋণ আদায় ও বিতরণে অগ্রণী ব্যাংক লিমিটেডির বগুড়ার শেরপুরের ছোনকা ও মির্জাপুর শাখার আয়োজনে ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় ২টি পৃথক হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছোনকা উচ্চবিদ্যালয় হলরুমে অগ্রণী ব্যাংক ছোনকা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মির্জাপুর শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যাংক অফিসে পৃথক দুটি অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো. ওয়ালি উলস্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক বগুড়া অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ প্রমুখ।

ক্রিকেট লীগ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। মঙ্গলবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আসন্ন মে দিবস পালনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে আদমদীঘিস্থ সংগঠনের কার্যালয়ে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হোসেন ভোলা, সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, শ্রমিক নেতা কবির আহম্মেদ মামুন, আব্দুল মজিদ কোমল, ইউনুস আলী, এনামূল হক, বাবলু, ধলু প্রমুখ।

কুইজ প্রতিযোগিতা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্যপ্রাণীবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পর আওতায় স্কুলপর্যায়ে এ ধরনের কার্যক্রম এটাই প্রথম। স্কুলের প্রধান শিক্ষক মো. রবিউল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এসএম জহির উদ্দিন আকন ও বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রাণ পরিদর্শক নিগার সুলতানা, ফরেস্টার সনাতন কুমার ও নাসির উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46556 and publish = 1 order by id desc limit 3' at line 1