বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৭ মে ২০১৯, ০০:০০

প্রজন্মের সংলাপ

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার বিভিন্ন এলাকার দাদা-দাদি, বাবা-মা ও কিশোর-কিশোরী তিন প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর হ্যালো আই এম প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার ডিএসকের হলরুমে প্রকল্প কর্মকর্তা রুপন কুমার সরকার এর সভাপতিত্বে সংলাপে আলোচনা করেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রম্নব সরকার, হ্যালো আই এম প্রকল্পের প্রকল্প সহকারী মজিবুর রহমান নয়ন প্রমুখ। সভায় তিন প্রজন্মের নেতৃবৃন্দ দুর্গাপুর উপজেলাকে বাল্যবিবাহ হতে মুক্ত করবে বলে অঙ্গীকারবদ্ধ হন।

জাটকা জব্দ

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মাছ বাজারে বৃহস্পতিবার দুপুর ১২টায় অভিযান চালিয়ে ৫ কেজি জাটকা মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। এ সময় মৎস্য কর্মকর্তার উপস্থিতি বুঝতে পেরে ওই মাছ ব্যবসায়ী পালিয়ে যায়। পরে জব্দকৃত জাটকা মাছ উপজেলা পরিষদের ভেতরে নিয়ে এসে সোতাসী সার্কাস এতিমখানার ছাত্রদের মধ্যে বিতরণ করেন। বিতরণ করার সময় উপস্থিতি ছিলেন মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন।

ইফতার মাহফিল

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় বেসরকারি সংস্থা ব্যাকের সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নলডাঙ্গা এরিয়া অফিসের আয়োজনে শাখা ব্যবস্থাপক আবু জাফরের পরিচালনায় ব্র্যাকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক অনুপম সেনগুপ্ত, ব্যাকের জেলা প্রতিনিধি মমেনা খাতুন, এইচ আর মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার আবুল কামাল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন।

প্রতিবাদ ও মানববন্ধন

পাবনা প্রতিনিধি

কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিপেস্নামা স্টুডেন্ট নার্স ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পাবনা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নার্সসহ অন্য নার্সরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডিপেস্নামা স্টুডেন্ট নার্স পাবনা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হক, যুগ্ম সম্পাদক কবির আহম্মেদ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন পাবনা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রোকসানা পারভীনসহ অনেকে। বক্তারা চলন্ত বাসে নার্স ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে ধর্ষকদের ফাঁসির দাবি জানান।

মতবিনিময় সভা

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

পাবনার সাঁথিয়া উপজেলায় নবাগত ইউএনও আব্দুল হালিম বুধবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নিজাম উদ্দীন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাবেক সভাপতি আ. দাইন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, দৈনিক সংবাদের সাঁথিয়া প্রতিনিধি রতন দাস, ভোরের ডাক আব্দুল হাই, আলোকিত বাংলাদেশের খালেকুজ্জামান পান্নু প্রমুখ।

পরিচিতি সভা

রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশের উদ্যোগে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কো-অর্ডিনেটর লজিক প্রকল্প মো. ইমাম মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন চরমোন্তাজ তদান্তকেন্দ্রের ইনচার্জ সুদেব হাওলাদাসহ অনেকে।

উন্নয়ন কর্মশালা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যাস জলি আমির, মিন্টু রঞ্জন সাহা, পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোলস্না প্রমুখ।

সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সম্মেলন করেন ঝিনাইদহ জেলা তথ্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, তারেক মাহমুদ প্রমুখ।

সহিংসতা প্রতিরোধ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা বিষয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের এইড কমপেস্নক্স মিলনায়তনে এর সংলাপ অনুষ্ঠিত হয়।

এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক দোয়া বখশ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে এইড ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা তন্ময় কুমার কুন্ডু, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুরন্নাহার আশা, প্রকল্প কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষ, আসমা পারভীন বক্তব্য রাখেন।

চাল সংগ্রহের উদ্বোধন

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের কাজীপুরে বৃহস্পতিবার চলতি ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে খাদ্য গুদাম প্রাঙ্গণে এক আলোচনা সভা ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন খাদ্য নিয়ন্ত্রক সোবহান আলী, মিলমালিক সমিতির সভাপতি আজিজ্বুর রহমান, সম্পাদক আ. রাজ্জাক, কৃষক প্রতিনিধি, রানা আহম্মেদ প্রমুখ।

চলতি মৌসুমে কাজীপুরে ২৩ জন মিলারের কাছ থেকে ২৯৫২ মে. টন চাউল, কৃষকদের কাছ থেকে ৭৫৩ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

কর্মসূচি পালিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভেজালমুক্ত খাদ্য সরবরাহবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, মেয়র খলিলুর রহমান টিপু মোলস্না প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বেতাগীতে ওয়াশ এসডিজি কনসোর্টিয়াম গ্রোগ্রাম'র আওতায় স্স্নোব বাংলাদেশ'র উদ্যোগে জনস্বাস্থ্য, স্যানিটেশন এবং নিরাপদ পানি সরবরাহবিষয়ক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর এজেডএম বদরুদ্দোজা জুয়েল এবং বিশেষ অতিথি ছিলেন লায়ন মো. শামীম সিকদার। ওয়াশ এসডিজি কনসোর্টিয়াম গ্রোগ্রামের প্রকল্প ব্যবস্থাপক কিশোর কুমার দাস'র সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা করেন আব্দুর রহিম, মো. মোশাররফ হোসেন, মো. রুহুল আমিন সোহেল, রনজিৎ কুমার শীল ও অশোক চক্রবর্ত্তী।

কৃষক সমাবেশ

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ'লীগের সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উলস্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল কাদের, বরইতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য খালেদা বেগম প্রমুখ।

ইফতার মাহফিল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা পরিষদের আয়োজনে বুধবার বিকেলে শহরের শালতলাস্থ অডিটরিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। এছাড়া মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকুর আহ্বানে এ ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিক সদস্যরা, আইনজীবী, জেলা সদরের সকল সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, ব্যবসায়ীরা, সুশীল সমাজ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<49759 and publish = 1 order by id desc limit 3' at line 1