বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৬ মে ২০১৯, ০০:০০

ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন (গেটকিপার ও কমিউনিটির জন্য) অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এডোলসেন্ট অ্যান্ড স্কুল হেলথ প্রোগ্রামের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সভাকক্ষে ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উক্ত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম। এতে কৈশোরকালীন স্বাস্থ্য বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল আরেফিন।

প্রশিক্ষণ কর্মশালা

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায্য বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে বরগুনার বেতাগীতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও'র সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান ও বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য পারুল আক্তার, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব প্রমুখ।

মিলাদ মাহফিল

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুন্ডের ভাটিয়ারীস্থ ইমামনগর কাজী জামে মসজিদে স্থানীয় গাউছিয়া কমিটির উদ্যোগে শোহদায়ের বদর দিবস উপলক্ষ্যে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাজী জামে মসজিদের খতিব আলস্নামা মুহাম্মদ কামাল উদ্দিন আল আজহারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্‌রাসার আরবি প্রভাষক বিশিষ্ট লেখক ও গবেষক আলস্নামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজভী। মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আশেকানে আউলিয়া ফাজিল মাদ্‌রাসার আরবি প্রভাষক আলস্নামা নুর মুহাম্মদ আলকাদেরী। তকরির করেন মাওলানা মাহমুদুল হাসান আলকাদেরী প্রমুখ।

আইলা দিবস

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জলবায়ু পরিষদ ও এনজিও সমন্বয় পরিষদের আয়োজনে শনিবার সকালে নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আইলার ১০ বছর উপলক্ষ্যের্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তা বিধানের দাবি সামনে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। আক্তারুজ্জামান সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পাউবো শ্যামনগরের সহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান।

উন্মুক্ত লটারি

খানসামা (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের খানসামায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০১৯ এর প্রান্তিক কৃষক বাছাইয়ের জন্য উন্মুক্ত লটারি করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার আংগারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফজাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফিরোজ আহম্মেদ মোস্তফা, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি

জেলখানায় পলাশ রায়কে হত্যা, সাংবাদিক প্রবীর সিকদারের বাড়িতে হামলা, প্রিয়া সাহার বাড়িতে অগ্নিসংযোগসহ ধর্মীয় উসকানিমূলক বক্তব্য ও সহিংসতার বিচারের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার সকালে জেলার শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহর প্রদক্ষিণ করে সোসাইটির সামনে জনতা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঐক্য পরিষদের লালমনিরহাট জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল রায়, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অবিনাশ রায়, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায়।

কাজের উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এ কাজের উদ্বোধন করেন।

এ সময় সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস ছালাম, ভাইস চেয়ারম্যান খালেক বিএসসি,সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সরকার, শ্রম বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, মাঠ কমিটির সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

চেক বিতরণ

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গী, গাছা ও পূবাইল তালিকাভুক্ত মসজিদগুলোর মাঝে ৩০হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শনিবার সিটি মেয়র আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আজমত উলস্না খান।

বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতী(শেরপুর) সংবাদদাতা

\হশেরপুর প্রেস ক্লাবের আয়োজনে থানা মোড়ে তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা(ফাগুন) হত্যা কান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান,বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, ও নিহতের পিতা এনটিভির জেলা প্রতিনিধি কাকন রেজা সহ জেলা উপজেলার সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

বজ্রপাতে নিহত

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ার তেকাটিয়া গ্রামে আকস্মিক বজ্রপাতের ঘটনায় মনির হোসেন মনি (৫০) নামের এক মৎস্য চাষীর নিহত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মনির হোসেন তার নিজ ঘেরের বাসায় শুয়ে থাকা অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সে ঘটনাস্থলেই মারা যান। মনির হোসেন তেকাটিয়া গ্রামের করিম শেখের পুত্র।

ঢেউটিন বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে ১৬৮টি ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের কাছে ঢেউটিন হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপস্নব আহম্মেদ, সদস্য সাইয়েদুজ্জামান এ্যাপোলো, নারী সদস্য শিউলি আক্তার প্রমুখ।

ইফতার বিতরণ

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা

লক্ষ্ণীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড.আনোয়ার হোসেন খান ব্যক্তিগত তহবিল থেকে ৫ সহস্রাধিক দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরন শুরু করেছেন। শনিবার বেলা ৩টায় চন্ডিপুর ইউপি কমপ্লেক্স মিলনায়তনে এবং চন্ডপুর মনসা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে ইফতার সামগ্রী বিতরন করেন।

ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড, আনোয়ার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন,ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু প্রমুখ।

বিল প্রদান

মতলব (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম মমিন আলী দেওয়ানের স্ত্রীর হাতে নগদ ৩ লাখ ৯ হাজার ৭৬৫ টাকা প্রদান করা হয়েছে। মরহুম মমিন আলী দেওয়ান বেঁচে থাকাকালে এডিপি প্রকল্পের আওতায় একটি প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। ওই কাজের বিল বাকি ছিল ৩ লাখ ৯ হাজার ৭৬৫ টাকা।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুলের পরামর্শক্রমে উক্ত বিলটি দ্রম্নত পরিশোধ করে উপজেলা পরিষদ। শুক্রবার সকালে উপজেলা সুজাতপুর বাজারস্থ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কার্যালয়ে টাকা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51217 and publish = 1 order by id desc limit 3' at line 1