মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফরিদগঞ্জে নামের মিলে জেলে আনোয়ারা বেগম

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
  ১৬ জুন ২০১৯, ০০:০০

চাঁদপুরের ফরিদগঞ্জে নামের মিলে ২৪ ঘণ্টা কারাভোগের পর আদালতের নির্দেশে মুক্তি পেলেন আনোয়ারা বেগম (৪০) নামে এক নারী। এদিকে নামের মিলে নিরীহ নারী আটকের ঘটনায় চাঁদপুর পুলিশ সুপার ফরিদগঞ্জ থানার এএসআই মাজেদকে পুলিশ লাইনে ক্লোজড করেছেন।

জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার জিআর ১৪০/২০০০ সালের ৪২০ ধারার একটি মামলায় এক বছরের কারাদন্ড ও পাঁচ হাজার জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডপ্রাপ্ত হন ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)।

এই মামলার ওয়ারেন্ট ফরিদগঞ্জ থানায় আসলে থানা পুলিশের এএসআই মাজেদ রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী আনোয়ারা বেগমকে (৪০) সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে গত ১৩ জুন বিকালে।

কিন্তু পুলিশের হাতে আটক আনোয়ারা বেগম এই মামলার আসামি নয়। নাম ও স্বামীর নাম এক হওয়ার কারণে তাকে আটক করা হয়েছে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিবকে এমন তথ্য জানান আটক আনোয়ারা বেগমের মামাত ভাই বেলাল হোসেন।

এদিকে থানা পুলিশ বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করলেও শুক্রবার আটক আনোয়ারা বেগমকে চাঁদপুর আদালতে প্রেরণ করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।

পরে শনিবার থানা পুলিশ আটককৃত আনোয়ারা বেগম সাজাপ্রাপ্ত আসামি আনোয়ারা বেগম নয়- এই মর্মে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২ কামাল হোসেনের আদালতে রিপোর্ট উপস্থাপন করলে, আদালতে নিরপরাধ আনোয়ারা বেগমকে দ্রম্নত মুক্তিদানের আদেশ প্রদান করেন।

আনোয়ারা বেগমের মামাত ভাই বেলাল হোসেন জানান, পুলিশ নাম ও ঠিকানা নিশ্চিত না হয়ে তার বোনকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আটক করে। ফলে কোনো অপরাধ না করেও তাকে ২৪ ঘণ্টা কারাভোগ করতে হয়েছে।

এদিকে নামের ও স্বামীর নামের সঙ্গে মিল থাকার কারণে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে নিরীহ নারীকে আটকের ঘটনায় শনিবার চাঁদপুর পুলিশ সুপার ফরিদগঞ্জ থানার এএসআই মাজেদকে চাঁদপুর পুলিশ লাইনে ক্লোজড করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, এএসআই মাজেদকে ইতোমধ্যেই সিসি দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53760 and publish = 1 order by id desc limit 3' at line 1