বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিভিন্ন স্থানে 'এ' পস্নাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্বদেশ ডেস্ক
  ২৩ জুন ২০১৯, ০০:০০
খুলনায় সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল খাওয়াচ্ছেন এক শিশুকে -যাযাদি

ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- 'এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দেশের বিভিন্ন স্থানে জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা।

নেত্রকোনা : নেত্রকোনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে শিশুকে টিকা খাইয়ে ভিটামিন 'এ'-পস্নাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।

\হসিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক মঈন-উল-ইসলাম, প্রতিমন্ত্রীপত্নী কামরুন্নেছা আশরাফ দীনা, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান প্রমুখ।

মতলব (চাঁদপুর) : সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো মধ্যদিয়ে উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

চাঁদপুর : সকালে শহরের কালিবাড়ি শপথ চত্বরে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. একেএম মাহাবুবুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।

বরিশাল : সকাল সাড়ে ৯টায় নগরের চাঁদমারি কলোনি সংলগ্ন কীর্তনখোলা নদীর বেড়িবাঁধে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলস্নাহ। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব ডা. ইসরাইল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, ডা. মো. ফয়সাল, ডা. মঞ্জুরুল আলম শুভ্র, ডা. নাহিদ, ইউনিসেফের আঞ্চলিক প্রধান এ এইচ তৌফিক আহমেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, আয়শা তৌহিদা লুনা প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি শনিবার সকালে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে জিহান নামের একটি শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস-চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, ইউএনও জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর আলম দ্বীন প্রমুখ।

সুনামগঞ্জ : সকালে জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল হোসেন প্রমুখ।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মালেক সরকার।

নাটোর : নাটোরে ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার নাটোর আধুনিক সদর হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি।

ধনবাড়ী (টাঙ্গাইল) : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার দিনব্যাপী ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলায় মোট ১৬৯টি কেন্দ্রে ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে অনুষ্ঠান উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান খন্দকার জেব-উন নাহার লিনা বকল, ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান প্রমুখ।

বগুড়া : সকালে বগুড়া পৌরসভায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন, ডা. মো. গওসুল আজম চৌধুরী, পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54853 and publish = 1 order by id desc limit 3' at line 1