logo
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬

  শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা   ২৬ জুন ২০১৯, ০০:০০  

সাপের কামড়ে জীবন গেল শিশুর

চাঁদপুরের শাহরাস্তিতে সাপের কামড়ে সামির হোসেন নামে এক শিশুর মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশুটি উপজেলার টামটা উত্তর ইউপির চেঙ্গাছাল গ্রামের পাটোয়ারী বাড়ির মো. আমির হোসেনের ছোট ছেলে। সামির চেঙ্গাছাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে অসুস্থ অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, সোমবার সকালে শিশুটি নিজ ঘরের পাশে প্রতিবেশী বন্ধু সঙ্গে খেলা করছিল। ওই সময় তার ডান পায়ের গোড়ালিতে কিছু একটা কামড় দেয় বলে সে টের পায়। শিশুর অবস্থার অবনতি হলে বিকাল ৪টা পরে স্বজনরা হাসপাতালে নেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে