বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৎস্য সপ্তাহ উদ্বোধন

স্বদেশ ডেস্ক
  ১৮ জুলাই ২০১৯, ০০:০০
গাজীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন -যাযাদি

'মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি' এই স্স্নোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বুধবার মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর :

গাজীপুর : গাজীপুর জেলায় ৬০ হাজার ৩১২.৬০ মেট্রিক টন মাছের চাহিদার বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে ৫১ হাজার ৪৩৪ মেট্রিক টন। ফলে জেলায় মাছের ঘাটতি রয়েছে ৮ হাজার ৮৭৮ মেট্রিক টন। বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সাখাওয়াৎ হোসেন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুল শাহীন, উপসহকারী পরিচালক মার্জিয়া কবির প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল) : সংবাদদাতা সম্মলনে উপস্থিথ ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপ?তি শামসুল ইসলাম সহিদ।

মহাদেবপুর (নওগাঁ) : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান প্রমুখ।

মাদারীপুর : জেলা মৎস্য কর্মকর্তা দীপন কান্তি ঘোষের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দীপন কান্তি ঘোষ, মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক শাজাহান খান, সিনিয়র সাংবাদিক মাহাবুর রহমান বাদল, জাহাঙ্গীর কবির, মাদারীপুর খামার ব্যবস্থাপক মো. সেকান্দার আলী প্রমুখ।

ধনবাড়ী (টাঙ্গাইল) : সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স ম জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান।

ঝিনাইদহ: জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মুজিবুর রহমান, ঝিনাইদহ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার।

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) : মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সরদার গোলাম মোস্তফা, মাঠ সহকারী অসিম চন্দ্র দে, তানভীন আহমেদ, সাংবাদিক আবু ছায়েদ মোহন, আবু তাহের, বেলায়েত হোসেন বাচ্চু প্রমুখ।

লোহাগড়া (নড়াইল) : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা পারভীন, সহকারী মৎস্য কর্মকর্তা মো: রাজীব জামান রাজুসহ প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য কাজী নজরুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জাবেদুর রহমান জুবায়ের, সাবেক প্রচার সম্পাদক নাছির উদ্দিন।

কালীগঞ্জ (গাজীপুর) : সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসের মো. মোশারফ হোসেন আকন্দ, ফারহানা আক্তার, আমেনা আক্তার, মাহবুবুল আলম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক আব্দুর রহমান আরমান, ওমর আলী মোলস্না।

গুরুদাসপুর (নাটোর) : মতবিনিময় সভায় অন্যদের মধ্যে দৈনিক দিবারাত্রী সম্পাদক মো. আত্‌হার হোসেন, নির্বাহী সম্পাদক এমএম আলী আক্কাছ, প্রথম আলো প্রতিনিধি আনিসুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

আদমদীঘি (বগুড়া) : মতবিনিময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার সুজন বর্মণ, সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু, খায়রুল ইসলাম, খন্দকার মেহেদী হাসান, সামছুল আলম, উপজেলা আঞ্চলিক মৎস্য সমিতির সা. সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মিহির কুমার সরকার, আতিকুল ইসলাম প্রমুখ।

কাহালু (বগুড়া) : গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছা. ইরিনা মৌসুমী। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোছা. রাইহাতুন নাহার, সহকারী মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, বিতারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কাহালু মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য সরদার এ কে এম রেজাউল হক, প্রভাষক হাবিবুর রহমান হাবিব, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সহ-সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শিশু সাংবাদিক ফাইন আহম্মেদ রিয়াদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58750 and publish = 1 order by id desc limit 3' at line 1