logo
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২২ জুলাই ২০১৯, ০০:০০  

নিষেধাজ্ঞার শেষ দিকে চলছে জেলেদের মাছ ধরার প্রস্তুতি

পটুয়াখালী প্রতিনিধি

৬৫ দিন নিষেধাজ্ঞার শেষ দিকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যেতে এখন চলছে জেলেদের জোর প্রস্তুতি। আর এই প্রস্তুতির বড় একটি অংশজুড়ে আছে ট্রলার ও নৌকাগুলো মাছ ধরার উপযোগী করে তোলা।

এ কারণে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর-আলিপুর মৎস্য বন্দরসংলগ্ন ডকইয়ার্ডগুলোতে এখন চলছে রাত-দিনের ব্যস্ততা।

অনেকে ডকইয়ার্ডে কাজ শেষ করে নৌযানগুলো পানিতে নামানোর প্রস্তুতি নিচ্ছে। আবার কেউ কেউ শেষ মুহূর্তে জোড়াতালির কাজে ব্যস্ত। তবে কাজ যা হবে তা যেন ২৩ জুলাইয়ের মধ্যেই শেষ হয় সে জন্য জোরালো তাগিদ ট্রলার মালিকদের। তাইতো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ডকইয়ার্ড শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।

মহিপুর মৎস্য বন্দরের ব্যবসায়ীরা জানান, অবরোধের এই সময়ে তারা অনেকই তাদের ট্রলার এবং নৌকাগুলো প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ করেছেন। যাতে করে এই মৌসুমে অন্তত নির্বিঘ্নে মাছ ধরা যায়। এ ছাড়া অনেকেই ট্রলারের ইঞ্জিনের ছোট বড় কাজগুলো সেরে নিয়েছেন।

এদিকে জেলেদের দুই মাসের অধিক সময় মাছ শিকারের সুযোগ না থাকা এবং আয় না হওয়ায় অনেকেই অর্থাভাবে তাদের নৌযান মেরামত করতে পারেননি। এরপরও ধার দেনা করে কেউ কেউ নৌযান মেরামতের কাজ শেষ করেছেন। এ ক্ষেত্রে মহাজন ও মাছের গদির মালিকদের কাছ থেকে অনেকেই দাদন নিয়েছেন।

তবে আবহাওয়া ভালো থাকলে আগামী ২৩ জুলাই রাতেই এসব নৌযান মাছ শিকারে সাগরে যাবে বলে জানান জেলেরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে