logo
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬

  চাঁদপুর প্রতিনিধি   ১৫ আগস্ট ২০১৯, ০০:০০  

ঈদ উৎসবে মুখোরিত চাঁদপুরের মোলহেড

চাঁদপুরের একমাত্র পর্যটনকেন্দ্র শহরের বড় স্টেশন মোলহেড। সোমবার ঈদের দিন বিকালে ভ্রমণে আসা যুবক-যুবতী, নারী ও শিশুদের পদচারণায় মুখোরিত হতে শুরু করেছে। বিভিন্ন বয়সী লোকজন এসে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন। বিশেষ করে শিশুরা খেলায় মগ্ন হচ্ছে। বাসা-বাড়িতে অনেকটা বদ্ধ অবস্থায় থাকার কারণে খোলা জায়গা পেয়ে শিশুরা মেতে উঠে। আবার অনেক শিশুকে তাদের পছন্দের বিভিন্ন জিনিসপত্র ও খেলনা ক্রয় করতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকে আসতে শুরু করে দর্শনার্থীরা। তখন আরও মুখোরিত হয়ে উঠে বড় স্টেশন মোলহেড।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপস্নব নাহা বলেন, ঈদের দিন আমরা মোলহেডে ঘুরতে আসা মানুষের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি। যে কয়দিন দর্শনার্থী থাকবে, থানা পুলিশ তাদের নিরাপত্তার জন্য সহযোগিতা করবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে