শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

গাজীপুর প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মামা মো. কাউসার মোলস্না আদালতে এক মামলার সাক্ষী হওয়ায় প্রতিপক্ষের লোকজনের হামলায় ভাগ্নে মিজানুর রহমানসহ (২৩) চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাথায় গুরুতর জখম নিয়ে মিজানুর রহমান ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে মিজানের বাবা অব. সেনা সদস্য মো. নাজির আহম্মেদ ১৫ আগস্ট জয়দেবপুর থানায় ১৭ জনের নামোলেস্নখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনের নামে মামলা করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে বাদি জানান, স্থানীয় বানিয়ারচালা এলাকার মো. ইউনছ আলী ওরফে নজ মিয়া (৩৩), জসিম উদ্দিন (৩০) তার সাঙ্গপাঙ্গ নিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম নিয়ন্ত্রণ করে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় এবং সম্প্রতি জসিমের বিরুদ্ধে একটি মামলায় মিজানের মামা মো. কাউসার মোলস্না সাক্ষী হওয়ায় তাদের বিভিন্ন হুমকি দিয়ে আসছিল জসিম ও তার সঙ্গীরা। কোরবানির ঈদের আগের দিন (১১ আগস্ট) সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন দা, চাপাতি, রড, লাঠিসোটা নিয়ে নাজির আহম্মেদের শ্যালক কাউসার মোলস্নার বাড়ির সামনে গিয়ে কাউসারকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় গালিগালাজ শুনে কাউসার, ইদ্রিস আলী ও সুমন্দি বাসা থেকে বের হয়ে গালিগালাজের কারণ জানতে চাইলে তারা তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় মিজান বাঘেরবাজার থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে হাজির হওয়ামাত্র তাকে জসিম ও নজ মিয়া হাতুড়ি, চাপাতি দিয়ে মিজানকে আঘাত করে। এতে মিজানের মাথায় খুলি ভেঙে ও কেটে গিয়ে মারাত্মক জখম হন। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, এজাহারে অন্য ঘটনা লিখলেও প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, নজ মিয়া বাদীর স্বজনদের কাছে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে।

তাইজদ্দিন (৫৬) ও ইসমাইলকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62584 and publish = 1 order by id desc limit 3' at line 1