বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের মানুষ :ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  ১৮ আগস্ট ২০১৯, ০০:০০
গাজীপুরে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল -যাযাদি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী। তার আজীবন লালিত স্বপ্ন ছিল বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় পরিবারসহ তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।

তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যেতে শুরু করেছিল তখন কুচক্রী মহল তাকে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ সুপার শামসুন্নাহার, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. আজমত উলস্না খান, সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি অ্যাড. মো. ওয়াজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল হাদী শামীম, অ্যাড. আমজাদ হোসেন বাবুল, আফজাল হোসেন সরকার রিপন, খালেদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রিপন শাহ, সাংবাদিক মুকুল কুমার মলিস্নক, ইকবাল আহমেদ সরকার, আমজাদ হোসেন, আলমগীর হোসেন, সৈয়দ লিটন, নজরুল ইসলাম আজহার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62753 and publish = 1 order by id desc limit 3' at line 1