বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২০ আগস্ট ২০১৯, ০০:০০

দোয়া মাহফিল

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে, দোয়া মাহফিল, হিফজুল কোরআন, ইসলামিক সাংস্কৃতিক, রচনা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, উপস্থিত বক্তৃতা, ছবি অংকন, মিলাদ-কিরাম প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের শ্রীপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস।

সরাইলের্ যালি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

'স্যানিটেশনের অভ্যাস গড়ি, সুস্থ-সবল জীবন গড়ি'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার উপলব্ধি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় স্যানিটেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতাবিষয়কর্ যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপলব্ধি সমাজকল্যাণ সমিতির সদস্য মো. ফারুক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের জেলা সমন্বয়ক সুশান্ত চন্দ্র দে রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন।

ঈদ পুনর্মিলনী

মতলব (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচআনী মুন্সিবাড়ির ডা.আবুল হাসানাতের বাড়িতে পবিত্র ঈদুল আযহা ও ঈদ মোবারক উপলক্ষে রোববার বিকেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ডিপেস্নামা মেডিকেল অ্যাসোসিয়েশন মতলব উত্তর উপজেলার সভাপতি ও ছেংগারচর পৌর স্বাস্থ্য ও পরিবার বর্কযান কেন্দ্র এর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আবুল হাসনাতের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।

মতবিনিময় সভা

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়া সোনাতলায় মৎস্যচাষিদের অভিজ্ঞতা শীর্ষক প্রশিক্ষণ বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার হারিয়াকান্দি গ্রামে জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক হাসান ফেরদাউস সরকার, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের প্রকল্প পরিচালক এসএম মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন প্রমুখ।

মৌন মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার সম্পন্ন ও এর মদদদাতাদের শাস্তির দাবিতে ঝিনাইদহে কালোপতাকা মৌন মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সোমবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহীদ মিনার চত্বরে সমাবেশের অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন প্রমুখ।

সহায়তা প্রদান

চৌদ্দগ্রাম (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার চৌদ্দগ্রামে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তানহার চিকিৎসায় নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছে শিউলি আলম ডোনেশান ফাউন্ডেশন। রোববার বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুরে তানহার অভিভাকদের নিকট সহযোগিতার টাকা হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোহানা সুলতানা শিউলি। এ সময় তানহার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

মাদক সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালীতে ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজন করা হয়। রোববার বিকালে উপজেলার বোয়ালী ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ওসি আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক ও চেয়ারম্যান হাফিজ উদ্দিন, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহকারিদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মো. আবুল কামাল আজাদ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১১ জন সুপারভাইজার ৫০ জন তথ্য সংগ্রহকারি অংশ নেয়।

মাছ অবমুক্ত

বাগাতিপাড়া(নাটোর) সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাসয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়ঙ্কা দেবী পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, কারবালা মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যাবস্থাপক মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী প্রমুখ।

মশক নিধন

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

'শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ'- এই স্স্নোগানে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় নিয়মিত চলছে মশক নিধন অভিযান। মশুক নিধন অভিযান নিয়মিত তদারকি করেন ধনবাড়ী পৌরসভার সচিব মো. আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মোহাম্মদ আব্দুল মজিদ মিন্টু, ধনবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম আলী আজগর, উপসহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র, ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টি সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাংবাদিক হাফিজুর রহমান, প্রধান সহকারী হুমায়ুন কবিরসহ অন্যরা।

দোয়া মাহফিল

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনের্ যালি, কুরআন খানি, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিলাদ কিয়াম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হল রুমে ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মান্নান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু।

লিফলেট বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সদর ইউপির গোপালপুর গ্রামে এডিশ মশা নিধনে বাড়ি বাড়ি উপস্থিত হয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সোমবার সকালে শ্যামনগর ইউএনও মো. কামরুজজামান বাড়ি বাড়ি উপস্থিত হয়ে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয়দের মশা নিধনে উদ্বুদ্ধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মলয় কুমার ঝন্টু, প্রধান শিক্ষক সেলিনা কাজল, গ্রাম পুলিশ, গ্রামবাসি প্রমুখ।

চেয়ার বিতরণ

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ১৮ জন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই হুইলচেয়ার বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এ সময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার শাহাদত হোসেন বাচ্চুসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63104 and publish = 1 order by id desc limit 3' at line 1