logo
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৭

  অনলাইন ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেরাণীগঞ্জে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী -যাযাদি
স্বদেশ ডেস্ক

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধন পালন করে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ময়মনসিংহ : বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু প্রমুখ।

মুন্সীগঞ্জ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করে দলটি।

নাটোর : পুলিশি বাধায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে জেলা বিএনপির আয়োজিত মানববন্ধন পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের আলাইপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। বিএনপির নেতাকর্মীরা সেখানে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

ফরিদপুর : বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় শহরের কোর্ট চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্ব কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ মোদারেরছ আলী ইছা, যুবদল নেতা রাজিব হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবজাল হোসেন খান পলাশ প্রমুখ।

বাগেরহাট : রাজনৈতিকভাবে সরকারি দল আওয়ামী লীগ নয়, পুলিশি বাধার মুখে বাগেরহাটে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের গেটে সংক্ষিপ্তভাবে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম।

ঝিনাইদহ : ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

নেত্রকোনা : নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

লালমনিরহাট : লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেরাণীগঞ্জ (ঢাকা) : দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপি নেতা জয়নাল আবেদিন বাবুল প্রমুখ।

তিতাস (কুমিলস্না) : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটুমপুর এলাকায় মানববন্ধন করে দলীয় নেতাকর্মীরা।

চিলমারী (কুড়িগ্রাম) : বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে চিলমারী উপজেলা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর (গাজীপুর) : বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন করেছে বিএনপি। উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রমবিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান প্রমুখ।

নওগাঁ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁয় মাবনবন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন পন্ড হয়েগেছে। বৃহস্পতিবার সকালে শাহরাস্তির মেহের কালিবাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে