বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সার বিতরণ

ধুনট (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার ধুনটে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ জন কৃষকের মাঝে মাসকলাই চাষাবাদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী ও জয়নাল আবেদীন খান।

কৃষি সংলাপ

দাকোপ (খুলনা) সংবাদদাতা

খুলনার দাকোপে ইউএসএআইড়ি'র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় বেসরকারি এনজিও বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন কৃষিসেবা কেন্দ্রের সেবার মান বৃদ্ধি-বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব রহমান, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, বিনয় কৃষ্ণ রায় ও রনজিত মন্ডল।

ফাইনাল খেলা

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রোববার বিকালে নিতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ঘাটনগর ইউনিয়ন একাদশ দল ট্রাইব্রেকারে ছাওড় ইউনিয়ন একাদশ দলকে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা জয় করে।

খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম রেফারি শফিউর রহমান শিমুল। খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারমান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।

চেয়ার বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়ক যন্ত্র হিসেবে হুইল চেয়ার, কেসার, শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রায় ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এসব বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মজনু মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম।

মাসিক সভা

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার আ. কায়ুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার শওকত আলী, আজিজুর রহমান, প্রধান শিক্ষক ইমদাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফেরদৌসী সুলতানা লিজা ও নাসির উদ্দিন।

সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

'শুদ্ধ ভাষাচর্চা করি, মাদকমুক্ত সমাজ গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভাষাচর্চা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে সিও নামের একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা।

সিও'র নির্বাহী পরিচালক সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান।

অবহিতকরণ সভা

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের শ্রীবরদী উপজেলার মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরিপ-সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বেসরকারি সংস্থা প্রত্যয় এর বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরোর প্রধান কার্যালয়ের সিস্টেম এনালিস্ট মোর্শেদা বেগম, প্রত্যয়ের নির্বাহী পরিচালক রোকেয়া জাহান রেবা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরোর সহকারী পরিচালক সৈয়দ মোক্তার হোসেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ

ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক অনূর্ধব ১৭) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রোববার বিকেলে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আলমগীর কবির, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।

বিদায় সংবর্ধনা

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বেতাগী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোলস্নার বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইউএনও'র সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবিরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো; আমিরুল ইসলাম পিন্টু। এ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আহম্মদ।

সামগ্রী বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুটবল তুলে দেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিল

মতলব (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. আবুল হোসেন ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো. জামান সরকারকে মনোনীত করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানিয়ে উপজেলার ছেংগারচর পৌর যুবলীগের পক্ষ হতে আনন্দ মিছিল বের করা হয়।

সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌৗর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হোসেন ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকারের নেতৃত্বে ছেংগারচর বাজারে বিরাট এক আনন্দ মিছিল বের করা হয়।

পুরস্কার বিতরণ

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

নবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার নবীগঞ্জ সরকারি জেকে উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপজেলার এক নম্বর পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চার নম্বর দিঘলবাক ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিযোগিতাপূর্ণ খেলায় ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে এক নম্বর পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। উপজেলার নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ শাহনওয়াজ মিলাদ গাজী।

\হবিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67099 and publish = 1 order by id desc limit 3' at line 1