শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নতুনধারা
  ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০
ভোলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষের্ যালি -যাযাদি

স্বদেশ ডেস্ক

'নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি' প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাতাদ হোসেন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, দক্ষিণ সুনামঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক।

নাটোর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানুসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা।

পাবনা : জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ।

দুর্গাপুর (নেত্রকোনা) : উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব,উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম তানজিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

পত্নীতলা (নওগাঁ) : উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী।

খুলনা : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আলমগীর কবীর।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : ফিতা কেটে অনুষ্ঠানে উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান (মুক্তা), উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।

বারহাট্টা (নেত্রকোনা) : ইউএনও (ভারপ্রাপ্ত) সাদিয়া উম্মুল বানীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাইমিনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা দৌলত উলস্নাহ ওয়েল ফেয়ার ট্রাইবু্যনালের সভাপতি সমীরণ সিংহ প্রমুখ।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার, ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার জাহান জাহাঙ্গীর, ইকরামুল হোসেন খসরু, জাহাঙ্গীর হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুলস্নাহ, যুবনেতা আব্দুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সোনাতলা (বগুড়া) : আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পলস্নী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান, নির্বাচন অফিসার আসরাফ উদ্দিন।

রাণীনগর (নওগাঁ) : উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জাম পিন্টু, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসানাত খান হাসান।

বাগাতিপাড়া (নাটোর) : আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।

নিয়ামতপুর (নওগাঁ) : উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় উপস্থিথ ছিলেন সিসিডিবির প্রগ্রাম ম্যানেজার মান্দা এরিয়া নিয়ামতপুর কাউসার আল মামুন, নিয়ামতপুর ফায়ার সার্ভিস এর স্টেসন ইনচার্জ মাহতাব উদ্দীন মৃধা, ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, উপজেলা একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ।

বিরল (দিনাজপুর) : উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জাকিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা আকতারুজ্জামান প্রমূখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : ইউএনও মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা):ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা ক্যাম্পাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও খালেদা খাতুন রেখা।

ডোমার (নীলফামারী) : ইউএনও উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বকশীগঞ্জ (জামালপুর) :র্ যালিতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

পাংশা (রাজবাড়ী) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ।

শেরপুর (বগুড়া) : উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।

ভূঞাপুর (টাঙ্গাইল) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মত নাসরিন পারভীনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি।

দৌলতপুর (কুষ্টিয়া) : উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, সহকারী কমিশনার (ভুমি) আজগর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

চিলমারী (কুড়িগ্রাম) : উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, ফ্রেন্ডশীপের প্রজেক্ট অফিসার লাবিবুল ইসলাম, সিডিডিএফের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।

ফরিদগঞ্জ (চাঁদপুর) :র্ যালীর আগে গলস্নাক কলেজ ক্যাম্পাসে পথসভায় বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ মুহাম্মদ শফিকুর রহমান, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আলী আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71017 and publish = 1 order by id desc limit 3' at line 1