শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ উপজেলায় বিজয়ী হলেন যারা

স্বদেশ ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

দেশের বিভিন্ন জেলায় উপজেলা পরিষদের নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে চেয়ারম্যান পদে বেশিরভাগই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর :

শেরপুর : শেরপুর সদর উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম ৮২ হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের শফিকুল ইসলাম মাসুদ পেয়েছে ৫১ হাজার ২১৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আশরাফুল ইসলাম মিজান ৫৫ হাজার ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীকের সাবিহা জামান শাপলা ১ লাখ ৬ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী কামরুন নাহার শিউলি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এনিয়ে তৃতীয় বারের মতো তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। সোমবার ভোট গণনার পর রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী কামরুন নাহার শিউলি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯১ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাবক্স তাহের টিটু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫২০ ভোট। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম (চশমা) প্রতীকে ৫৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল আলম ভূঁইয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন (কলস) প্রতীকে ৪৩ হাজার ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহানা আক্তার (পদ্মফুল) প্রতীকে ২৯ হাজার ৮৫৩ ভোট পেয়েছেন।

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর ও কোটচাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

কোটচাদপুর উপজেলার ৫৩ কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি ২৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট। আব্দুর রাজ্জাক নানা অনিয়মের অভিযোগ ভোট বর্জনের ঘোষণা দেন।

মহেশপুর উপজেলার ১১৩ কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মইজুদ্দিন হামিদ ৫৭ হাজার ২০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের শাহজামান মোহন পেয়েছেন ১৫ হাজার ৪২৪ ভোট। বিএনপির এ প্রার্থীও নানা অনিয়মের অভিযোগ ভোট বর্জনের ঘোষণা দেন।

আটপাড়া (নেত্রকোনা): নেত্রকোনার আটপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাজী মো. খায়রুল ইসলাম ২২ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে মো. হুমায়ুন কবীর লিটন ১৩ হাজার ২৪১ ভোট পান। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী তৌছিফুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ১০ হাজার ৭৭৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান খান নন্দন তালা প্রতীক নিয়ে ১৭ হাজার ৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী অমর কৃষ্ণ দেবনাথ টিয়া পাখি প্রতীক নিয়ে ৯ হাজার ৪৮৮ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তানিয়া নাজনীন চৌধুরী রেখা প্রজাপতি প্রতীক নিয়ে ২৪ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিটকতম প্রতিদ্বন্দ্বী আইরিন সুলতানা কলসি প্রতীক নিয়ে ১৩ হাজার ১৩২ ভোট পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71313 and publish = 1 order by id desc limit 3' at line 1