বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

স্বদেশ ডেস্ক
  ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০
গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষের্ যালি -যাযাদি

'সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়' এই প্রতিপাদ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার আলোচনা সভা,র্ যালি দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর :

বেতাগী (বরগুনা) : কর্মসূচির উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। ইউএনও মো. রাজীব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।

আমতলী (বরগুনা) : ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফোরকান।

ঠাকুরগাঁও : সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : সভায় উপস্থিত ছিলেন ফায়ার স্টেশনের ভূমিদাতা সাহিদ মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ ফায়ার স্টেশনের লিডার ফজর আলী ও আবু তাহের প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী স্টেশন কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন।

ডোমার (নীলফামারী) : স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও উম্মে ফাতিমা।

বড়াইগ্রাম (নাটোর) : ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল কুদ্দুস এমপি।

নাটোর : জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন শফিকুল ইসলাম শিমুল এমপি।

রামগতি (লক্ষ্ণীপুর) : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন।

ঝিনাইগাতী (শেরপুর): স্টেশন কর্মকর্তা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুবেল মাহমুদ।

ভূঞাপুর (টাঙ্গাইল): সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর এস কে তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ইউএনও মোছা. নাসরিন পারভীন।

কাউনিয়া (রংপুর) : সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন পলস্নী বিদু্যৎ সমিতি কাউনিয়া জোনাল ম্যানেজার নিশিত কুমার কর্মকার, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার গোলাম মোস্তফা প্রমুখ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামছুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।

আটপাড়া (নেত্রকোনা) : অফিসার ইনচার্জ মো. আলী হোসেন পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ ফেরদৌস।

রাজবাড়ী: জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী কেরামত আলী এমপি।

রাজাপুর (ঝালকাঠি) : ইউএনও মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।

নওগাঁ : সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এ কে এম মুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. শাহনেওয়াজ।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. কবিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও কাজী হাফিজুল আমিন রুমেল।

গোপালগঞ্জ : জেলা প্রশাসক সাহিদা সুলতানা ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান উপস্থিত ছিলেন।

জীবননগর (চুয়াডাঙ্গা) : ইউএনও সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।

নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

বাগেরহাট : সিভিল ডিফেন্স কার্যালয়ে উপসহকারী পরিচালক সরদার মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পাল।

লাকসাম (কুমিলস্না) : ইউএনও একেএম সাইফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া।

বকশীগঞ্জ (জামালপুর) : ইউএনও আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

বাজিতপুর (কিশোরগঞ্জ) : ইউএনও দীপ্তিময়ী জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান পাটোয়ারী, স্টেশন অফিসার খাইরুল আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74519 and publish = 1 order by id desc limit 3' at line 1