logo
শনিবার, ০৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৬

  স্টাফ রিপোর্টার, রাঙামাটি   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

রাঙামাটিতে শেষ হলো কঠিন চীবর দান উৎসব

রাঙামাটিতে শেষ হলো কঠিন চীবর দান উৎসব
রাঙামাটিতে কঠিন চীবর দান উৎসবে চীবর গ্রহণ করছেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় -যাযাদি
চীবর উৎসর্গ করার মধ্যে দিয়ে রাঙামাটি রাজবন বিহারে শেষ হলো বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বৃহস্পতিবার বিকালে বেইন (কোমর তাঁত) ঘরে সুতা কাটার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। শুক্রবার বিকালে চীবর দানের মাধ্যমে উৎসবে সমাপ্তি ঘটে। উৎসবে তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যোগ দেন।

প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘণ্টার মধ্যে সুতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়। এ পদ্ধতিতে দান করলে কায়িক-বাচনিক এবং মানসিক পরিশ্রম অধিকতর ফলদায়ক হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উলেস্নখ রয়েছে।

উৎসব উপলক্ষে রাঙামাটিতে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল ও দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটেছে। অনুষ্ঠানকে ঘিরে বন বিহারের আশপাশে বিভিন্ন দোকান ও নাগরদোলা বসানো হয়েছে। দৃশ্যত রাঙামাটি শহর উৎসবের নগরীতে পরিণত হয়েছে। অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে শুক্রবার বিকালে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বনভান্তের প্রতিকৃতিতে চীবর অর্পণ করেন। এরপর একে একে সবাই চীবর দান করেন। কঠিন চীবর দান উৎসবে ধর্মীয় দেশনা দেন বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে