logo
মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

  কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা   ১০ নভেম্বর ২০১৯, ০০:০০  

পন্টুনসহ বোঝাই ট্রাক মধুমতিতে

পন্টুনসহ কাঠ বোঝাই একটি ট্রাক মধুমতি নদীর গভীর পানিতে ডুবে গেছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কালনা-শংকরপাশা ফেরিঘাটে।

সড়ক ও জনপথ আঞ্চলিক প্রকৌশলী (ভাটিয়াপাড়া অঞ্চল) মো. শাকিরুল ইসলাম জানান, ডুবুরী দল আনতে দিয়ে দিয়েছেন। তারা এসে পন্টুন ও ট্রাকের অবস্থান নির্ণয় করবে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, পুলিশি টহল অব্যাহত রাখা হয়েছে।

ট্রাক চালক যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মলিস্নকপুর গ্রামের মো. মহসিন মিয়ার ছেলে মো. সোহাগ বলেন, কাঠ বোঝাই ট্রাকটি ফেরি থেকে নেমে রাস্তায় ওঠার চেষ্টা করে। এ সময় ট্রাকটি পন্টুনের ওপর গেলে পন্টুনসহ ট্রাকটি মধুমতি নদীর গর্ভে ডুবে যায়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে