শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন ফিফটিতে দারুণ শুরু ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
  ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

টি২০ সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনটা দারুণ কাটলো সফরকারী ইংল্যান্ডের। জো ডেনলি ও স্টোকসের আগে ফিফটি করেছেন ররি বার্নস। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার তিন ফিফটিতে ইংল্যান্ড করেছে ২৪১ রান।

পর্যটকদের কাছে নিউজিল্যান্ডের অন্যতম আকর্ষণ মাউন্ট মঙ্গানুই। গ্রীষ্মে এখানে উৎসবের আবহ লেগেই থাকে। তবে অপরূপ সৌন্দর্যের এই শহরের টেস্ট অভিষেক খুব নান্দনিক হলো না মাঠের ক্রিকেট। সারা দিনে নিউজিল্যান্ড নিতে পেরেছে ৪ উইকেট, ইংল্যান্ডের রান স্পর্শ করেনি আড়াইশ। মন্থর ক্রিকেটের দিন শেষে জো ডেনলি ও বেন স্টোকসের সৌজন্যে একটু এগিয়ে ইংলিশরা।

সিরিজ শুরুর আগে ডেনলি বলেছিলেন, প্রথম সেঞ্চুরিটি এবার নিউজিল্যান্ডে পেতে চান। সেই সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিন্তু আউট হয়ে গেছেন ৭৪ রানে। ইংল্যান্ডের বড় আশা হয়ে ৬৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন স্টোকস। টসের সময় দুই অধিনায়কই বলেছিলেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা শুরুটাও করে ভালো। কিউই পেসাররা বোলিং করেছেন দারুণ। তবে অভিষিক্ত ডমিনিক সিবলিকে নিয়ে সাবধানী ব্যাটিংয়ে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়েন বার্নস।

সিবলির অভিষেক ইনিংস ২২ রানে থামিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। প্রথম সেশনে ২৯ ওভারে ইংল্যান্ড তোলে ১ উইকেটে ৬১। লাঞ্চের পর ডেনলির সঙ্গে জুটিতে দলকে এগিয়ে নন বার্নস। ৬১ রানের এই জুটিও ভেঙেছেন ডি গ্র্যান্ডহোম। ১৩৮ বল খেলে ৫২ রানে বিদায় নেন বার্নস। কিউইরা এরপর পায় বড় এক উপহার। নিল ওয়েগনারের বলের আলগা শটে ২ রানেই স্স্নিপে ক্যাচ দিয়ে ফেরেন ইংলিশ অধিনায়ক রুট। ১২০ রানে ৩ উইকেট হারিয়ে তখন খানিকটা চাপে ইংল্যান্ড।

আর সেখান থেকেই দিনের সবচেয়ে বড় জুটিতে ইংল্যান্ডকে এগিয়ে নেন ডেনলি ও স্টোকস। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৮৩ রান। দ্বিতীয় নতুন বলে এই জুটি ভাঙেন টিম সাউদি। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি ছুঁয়ে ডেনলি আউট হন ৭৪ রানে। ১৮১ বলের ইনিংস শেষ হয় উইকেটের পিছনে ক্যাচ দিয়ে। তবে পরের জুটিতেও নতুন বল দারুণভাবে সামাল দেয় ইংল্যান্ড। বেন স্টোকস ও অলি পোপ আর উইকেট হারাতে দেননি দলকে। স্টোকস এগিয়েছেন নিজের সহজাত ব্যাটিংয়ে। ডেনলির বিদায়ের পর বোল্টকে টানা চারটি বাউন্ডারিতে চাপ ফিরিয়ে দেন কিউইদের।

তবে ওই চার বাউন্ডারির শেষটিতেই সুযোগ দিয়েছিলেন স্টোকস। স্স্নিপে এমনিতে নির্ভরযোগ্য হলেও রস টেইলর নিতে পারেননি এই ক্যাচ। এরপর সতর্ক ব্যাটিংয়ে দিনের বাকি ১৫ বল খেলে আর কোনো রান করেননি স্টোকস। ইংল্যান্ড দিন শেষ করে স্বস্তিতে। নিউজিল্যান্ড দিন জুড়ে নির্ভর করেছে পেসারদের ওপরই। স্পিনার মিচেল স্যান্টনার হাত ঘুরিয়েছেন কেবল ৫ ওভার। মূল বোলারদের ছাপিয়ে দিনের সফলতম বোলার অলরাউন্ডার ডি গ্র্যান্ডহোম।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৯০ ওভারে ২৪১/৪ (বার্নস ৫২, সিবলি ২২, ডেনলি ৭৪, রুট ২, স্টোকস ৬৭, পোপ ১৮; বোল্ট ০/৬১, সাউদি ১/৪৬, ডি গ্র্যান্ডহোম ২/২৮, ওয়েগনার ১/৭৭, স্যান্টনার ০/২৪)

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76548 and publish = 1 order by id desc limit 3' at line 1