বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভিন্ন স্থানে প্রতিবন্ধী দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

'অভিগম্য আগামীর পথে' এ স্স্নেস্নাগানকে সামনে রেখে বৃহস্পতিবার সারাদেশে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। দিবস পালন উপলক্ষে জেলা- উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মাঝের্ যালি, আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

ঝিনাইদহ: বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটির্ যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ জামান।

বগুড়া: সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয় থেকের্ যালি বের হয়।র্ যালিতে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু কাওছার রহমান প্রমুখ অংশ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরীসহ অনেকেই।

পাবনা: সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক কবির মাহমুদের নেতৃত্বের্ যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পিসিসিএস মিলনায়তনে আলোচনা সভায় সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল কবিরের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কবির মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ইউএনও জয়নাল আবেদিন ও সমাজসেবার সহকারী পরিচালক আব্দুল কাদের।

বাগেরহাট: সকালে জেলা প্রশাসন ও সমাজসেবার উদ্যোগে শহরের এসি লাহা মিলনায়তনে জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম, প্রতিবন্ধী কর্মকর্তা তামিম আহসান ও ফিজিশিয়ান সংগ্রাম কুমার কুন্ডু।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার সোহেল মারুফ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন, সমাজসেবা অফিসার আবু নাসির, সাংবাদি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, মনোয়ার হোসেন মারুফ, মুক্তিযোদ্ধা রাশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি আক্তার প্রমুখ।

সাতক্ষীরা: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশিস সরদার।

আটপাড়া (নেত্রকোনা): নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, এসিল্যান্ড মেহনাজ ফেরদৌস, অফিসার ইনচার্জ আলী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সাংবাদিক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল): বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের আয়োজনে গৈলা আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কারিতাসের এসডিবি প্রকল্পের আয়োজনে ক্লাব ফোরাম সভাপতি শ্যামল হালদারের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা পল রায় বিদ্যালয় সভাপতি সাহেব আলী সরদার, গৈলা ইউপি নারী সদস্য পবিত্র রানী বাড়ৈ, এসডিবি প্রকল্পের এনিমেটর লীলা বিশ্বাস প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরবিন্দ পাল, অটিজম স্কুলের প্রধান শিক্ষক মজনুল কবির পান্না প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর): বেলা ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয় থেকের্ যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।র্ যালিতে ইউএনও আ. স. ম জামশেদ খোন্দকার, সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়র হোসেন, প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, প্রধান শিক্ষক আবদুল মমিন ও সাংবাদিক সাফিনুর ইসলাম মেজর উপস্থিত ছিলেন।

বানারীপাড়া (বরিশাল): বানারীপাড়ায়র্ যালিতে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলস্নাহ সাদিদ, মহিলাবিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, ফিল্ড সুপারভাইজর তনিকা সরকার, সাংবাদিক শফিকুল আলম জুয়েল, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলী হাওলাদার, সহসভাপতি শাজাহান হওলাদার, সাধারণ সম্পাদক রোজিনা খানম, মহিলাবিষয়ক সম্পাদক লিমা আক্তার।

আলীকদম (বান্দরবান): সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার সাঈদ ইকবালের সভাপতিত্বে ও কারিতাস পেপ প্রকল্পের মাঠ সহায়ক শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।

ফরিদগঞ্জ (চাঁদপুর): উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নিবার্হী অফিসার শিউলী হরির সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, সাংবাদিক নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা লোকমান হেকিম।

ফুলবাড়ী (দিনাজপুর) :র্ যালি শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আক্তারুজ্জামান, সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, সাংবাদিক রজব আলী প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : উপজেলার বেলতলি গ্রামে এমএ সালাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণের্ যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষানুরাগী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক এমএ সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিধলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাংবাদিক মশিউর রহমান কাউসার, রইছ উদ্দিন, প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন প্রমুখ।

কাজীপুর (সিরাজগঞ্জ) : কাজীফুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সদর প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি জিএম তাং মধু, প্রধান শিক্ষক মো. নুরনবি, বিয়াড়া এ ওয়ান শিশু স্বর্গ অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিনুল ইসলাম লিটন প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লাভলু শেখ বক্তব্য রাখেন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. ফ. ম হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আল গালিব।

বোচাগঞ্জ (দিনাজপুর): বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে সমাজসেবা কর্মকর্তা পিয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আজাদ, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন রবিউল ইসলাম প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ): উপজেলা অডিটোরিয়াম হলরুমে সমাজসেবা অফিসার সুলতান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড সানজিদা সুলতানা। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ডা. তৌফিক আহমেদ, দুপ্রক সভাপতি বুলবুল চৌধুরী, ওসি পরিমল কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সোলেমান আলী।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খান, সাংবাদিক শফিকুর রহমান, আওয়ামী লীগের নেতা হাজী মাহফুজ আলী ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

শ্রীবরদী (শেরপুর): উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনের্ যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সমাজসেবা অফিসার সরকার নাসিমা আখতার, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা ও গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78612 and publish = 1 order by id desc limit 3' at line 1