বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অবৈধ পাঁচ ইটভাটা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি
  ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোকে ৮ লাখ টাকা জরিমানা করে সেগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান সোমবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম জানান, ভ্রাম্যমাণ আদালত সোমবার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মেসার্স কেবিএম ব্রিক্স, মেসার্স এলবিএম ব্রিক্স-১ ও মেসার্স এলবিএম ব্রিক্স-২ এর মালিকদের ৬ লাখ টাকা এবং মেসার্স মদিনা ব্রিক্স ও মেসার্স এবিএম ব্রিক্সকে দুই লাখ টাকা জরিমানা এবং ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79216 and publish = 1 order by id desc limit 3' at line 1