বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০
মানবাধিকার দিবসে মঙ্গলবার বরগুনার বেতাগী উপজেলায় আলোচনা সভায় অতিথিরা -যাযাদি

'মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা' এই সেস্নাগানে নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বাগেরহাট : আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

গৌরীপুর (ময়মনসিংহ) : সার্চ হিউম্যান রাইটস সোসাইটির উপজেলা শাখার সভাপতি আসেকুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার রিপনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, সংগঠনের জেলা শাখার সভাপতি হায়দার আলম শাহীন, সহ-সভাপতি আলস্নামা জালালী প্রমুখ।

বেতাগী (বরগুনা) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল আসলাম পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম। বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : আলোচনা সভায় মানবাধিকার কমিশনের উপজেলার সভাপতি আ. রশিদ আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু।

খুলনা : খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম প্রমুখ।

পোরশা (নওগাঁ) : ইউএনও নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. ইবনে ইমাম, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আখতার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) :র্ যালিতে ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, উন্নয়ন সংঘ সিড্‌স প্রকল্পের সমন্বয়কারী হামিদুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উন্নয়ন সংঘ, ব্র্যাক-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) :ইউএনও মাহ্‌ফুজুল আলম মাসুম সভাপতিত্বে সভায় বক্তব্য উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।

বারহাট্টা (নেত্রকোনা) :নারী প্রগতির ম্যানেজার সুরজিত ভৌমিকের সভাপতিত্বে ও উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও গোলাম মোরশেদ।

সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে ওই মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাইমুল হক কিসলু, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিছুর রহিম।

বাগেরহাট : বাগেরহাট জেলা হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশনের বাগেরহাটের সভাপতি হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী।

বানারীপাড়া (বরিশাল) : নাগরিক অধিকার দলের সভাপতি মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সলিয়াবাকপুর ইউনিয়নের তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি ফিরোজা বেগম, প্রেসক্লাবের সহ-সভাপতি কে.এম শফিকুল আলম জুয়েল প্রমুখ।

ঘাটাইল (টাঙ্গাইল) :র্ যালি অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম, পৌরমেয়র শহিদুজ্জামান খান, জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি প্রমুখ।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) :বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেটের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম কচি। প্রধান অতিথি ছিলেন উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল। বিশেষ অতিথি ছিলেন জি,এম,এম, আজহারুল ইসলাম, মো. জহুরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79311 and publish = 1 order by id desc limit 3' at line 1