শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

বিতরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা কাযার্লয়ে মঙ্গলবার সকালে দুস্থদের মাঝে ভিজিএফএর চাল বিতরণ করা হয়। পৌর মেয়র আলহাজ সুন্দর আলী মিয়া ৩ হাজার ৩১ দুস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভ‚ঁইয়া, আড়াইহাজার পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশিদা আক্তার, রীনা বেগম, শামসুন নাহার, সাধারণ কাউন্সিলর মমিনুল ইসলাম শুভ, শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস, অহিজউদ্দিন, রাশেদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, হাতেম আলীসহ পৌরসভা কাযার্লয়ে কমর্রত কমর্কতার্-কমর্চারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা প্রশাসন ও দুনীির্ত প্রতিরোধ জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে দুনীির্তবিরোধী মতবিনিময় সভা ও কৃতী শিক্ষাথীের্দর সংবধর্না অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। জেলা দুনীির্ত প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পৌর মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান, এএসপি ফখরুজ্জামান জুয়েল, জেলা শিক্ষা অফিসার মো. ওয়ালিউল্লাহ, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ।

পুরস্কার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা বিকাশ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ওই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সদর উপজেলা নিবার্হী অফিসার এহেতেশাম রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশ উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক জহিরুল ইসলাম।

পোনা অবমুক্ত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় মৎস্য বিভাগের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের কালাইয়া-বাশাইল উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ আশ্রাফ আহমেদ রাসেল।

এ সময় উপজেলা মৎস্য কমর্কতার্ তপন কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কৃষি স¤প্রসারণ কমর্কতার্ দোলন চন্দ্র রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারসহ মৎস্য বিভাগের কমর্কতার্রা উপস্থিত ছিলেন।

অনুদান

ল²ীপুর প্রতিনিধি

ল²ীপুরে সড়ক দুঘর্টনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের মাঝে ৬ লাখ ৭ হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরে উত্তর তেমুহুনী এলাকায় জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ল²ীপুর পৌর মেয়র আবু তাহের। সংগঠনটির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সবু চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ট্রাফিক পুলিশের টিআই মামুন আল আমিন, জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক নিশাদ ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।

ভাতা প্রদান

পতœীতলা (নওগঁা) সংবাদদাতা

পতœীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে সোমবার পৌরসভার ৯টি ওয়াডের্র ১৩৬৪ জনকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে।

ভাতা বিতরণের সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পীযূষ রঞ্জন দাসসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কমর্কতার্, সাংবাদিকরা।

চাল বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে ৬ হাজার ৩৬০ জন দুস্থ, অসহায় ও অসচ্ছল পরিবারের নারী-পুরুষের মাঝে সোমবার ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ হাবিব।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ভিজিএফ কমর্সূচির আওতায় এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তদারকি কমর্কতার্ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, ইউপি মেম্বার আজিজুল হক, আব্দুর রহমান, ইসহাক মিয়া, এমদাদুল হক প্রমুখ।

চারা বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার নাটোর শহরের হরিশপুর এলাকায় এই কাজের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খোরশেদ হোসেন বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আবুল হাসনাত, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষাথীর্রা।

কমীর্সভা

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পাবনা জেলা কমিটির উদ্যোগে সম্প্রতি নিজস্ব কাযার্লয়ে জেলা কমিটির সভাপতি কাজী মারুফার সভাপতিত্বে কমীর্ সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জমসেদ আনোয়ার তপন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিনহাজুল আবেদীন মৃদুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ¤øান দত্ত অভি, সহ-সভাপতি বিপ্লব ভট্টাচাযর্, সহ-সাধারণ সম্পাদক দিবাকর চক্রবতীর্, কোষাধ্যক্ষ সঞ্জীব রায়, সম্পাদকমন্ডলীর সদস্য শাহিনুর রহমান, স্মরণ সন্যাস, নুরুন্নবী, সদস্য মামুন, তানজীম পুনম প্রজ্ঞা, ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সোহাগ প্রমুখ।

মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক তন্ময় দাশ। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলায় কমর্রত ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি ছাড়াও স্থানীয়ভাবে প্রকাশিত পত্রিকাসমূহের সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) কাজী মাহবুবুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক জনজমিন সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, ফুয়াদ হোসেন, মো. হানিফ, মাহবুবুর রহমান বাবু প্রমুখ।

প্রশিক্ষণ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচরে বাল্যবিবাহ, মাদক, নারী নিযার্তন এবং সন্ত্রাস নিরসনে সচেতনতামূলক প্রশিক্ষণ গতকাল সোমবার সকালে উপজেলা ইলিয়াস আহম্মেদ চৌধুরী অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কমর্কতার্ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর কমর্কতার্ জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. ইমরান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7948 and publish = 1 order by id desc limit 3' at line 1