বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে শিশু হাসপাতাল চালু আগামী বছর

নতুনধারা
  ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
রংপুরে চালু হওয়ার অপেক্ষায় নবনির্মিত ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল -যাযাদি

রংপুর প্রতিনিধি

রংপুরে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি চলছে। আগামী বছর এটি চালু হতে পারে বলে জানিয়েছে সিভিল সার্জন কর্তৃপক্ষ। এটি উত্তরাঞ্চলে প্রথম শিশু হাসপাতাল। চালু হলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে থাকা শিশু ইউনিটে রোগীর চাপ কিছুটা হলেও কমবে।

ইতোমধ্যে ভবন নির্মাণ কাজ প্রায় শেষ। চলতি মাসেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনটি আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জেনের কাছে হস্তান্তর করবে। ছয়তলা ভিত্তির প্রতিষ্ঠিত মূল হাসপাতালটির ভবন প্রথম পর্যায়ে তিনতলাসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামে নির্মিত হয়েছে। ব্যয় হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা। ভবন নির্মাণের সময়সীমা দুই বছর ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে মেসার্স এন্টারপ্রাইজ, মেসার্স অনিক ট্রেডিং করপোরেশন (জেবি) নির্দিষ্ট সময়ের আগেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ করেছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, নগরীর সিটি করপোরেশন নগর ভবনের সামনে সাবেক সদর হাসপাতালের প্রায় দুই একর জমির মধ্যে শিশু হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়েছে। মূল হাসপাতাল ভবনের তিনতলা পর্যন্ত প্রতি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। এছাড়া নির্মাণ করা হয়েছে তিনতলাবিশিষ্ট সুপারিনটেনডেন্ট কোয়ার্টার। ষষ্ঠ তলায় ডক্টরস কোয়ার্টার। নিচতলায় গাড়ি পার্কিং। দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিট। ছয়তলাবিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। দ্বিতলবিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার রয়েছে। এছাড়া বিদু্যতের সাবস্টেশন স্থাপনের জন্য নির্মাণ করা হয়েছে একটি ভবন।

এদিকে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলাম ইতোমধ্যেই নবনির্মিত শিশু হাসপাতালটি পরিদর্শন এসে সন্তোষ প্রকাশ করেছেন। মেসার্স অনিক ট্রেডিং করপোরেশনের সিনিয়র প্রকৌশলী মোকদম আলী জানান, সময়সীমার আগেই ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। নবনির্মিত শিশু হাসপাতাল ভবনটি হস্তান্তরের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটি শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণের কাজ শেষ করেছে। চলতি বছরের ডিসেম্বর মাসই জেলা সিভিল সার্জনকে নবনির্মিত ভবনটি হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

রংপুর সিভিল সার্জন ডা. হীরম্ব কুমার রায় বলেন, ভবন বুঝে পাওয়ার পরই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরবর্তী কার্যক্রম শুরুর জন্য লিখিতভাবে জানানো হয়। তিনি আগামী বছর থেকে শিশু হাসপাতালটি চালু হতে পারে বলে আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79751 and publish = 1 order by id desc limit 3' at line 1