বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঠিক ইতিহাস জানার প্রত্যয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

নতুন প্রজন্মই পারে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে এগিয়ে নিতে। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে হলে সবার আগে সঠিক ইতিহাসের চর্চা করতে হবে। শহিদ বুদ্ধিজীবী দিবসে এই বিষয়টিই যেন উঠে এলো সবার মাঝে। শনিবার বিভিন্ন স্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। আর সেখান থেকেই সঠিক ইতিহাস জানার ও জানানোর প্রত্যয় নিলেন নতুন প্রজন্মের সঙ্গে মুক্তি সংগ্রামী মানুষগুলোও। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর :

ধামইরহাট (নওগাঁ) : উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আজাহার আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার, থানা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ।

বগুড়া : সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, সামছুল আলম প্রমুখ।

বরিশাল : জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুলস্নাহর নেতৃত্বে শহিদ স্মৃতিস্তম্ভবেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা আওয়ামী লীগ। এর পরপরই বিসিসির মেয়র ও কাউন্সিলরবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে মহানগর সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলস্নাহর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন।

ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, পৌরমেয়র মিসেস নায়ার কবির ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম।

পাবনা : পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কুবি : বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ১০টায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র?্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া হয় এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন বিভাগসমূহ, কর্মকর্তা ও কর্মচারী পরিষদ, শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলোসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনগুলো শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মাদারগঞ্জ (জামালপুর) :উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সামসাদ আরা রেবা, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ অধ্যক্ষ গোলাম রব্বানী প্রমুখ।

বাগেরহাট : শহরের ডাকবাংলা এলাকার বদ্ধভূমিতে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি আহাদ হায়দার, আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম সাহেব, সরদার বদিউজ্জামান, সিপিবি নেতা কমরেড মানিক লাল মজুমদার, জাহিদুল ইসলাম যাদু উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ (সিলেট) : উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে ও সিও ছাদেক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা আব্দুর রহমান মুসা, থানার ওসি শামীম মুসা প্রমুখ।

ঝিনাইগাতী (শেরপুর) :উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ওসি আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা সাবেদ আলী মাষ্টার, মো. সামছুল আলম প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) :কেন্দ্রীয় স্মৃতি সৌধে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সর্বপ্রথমে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলীসহ সিনিয়র নেতা। এর পর একে একে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বোচাগঞ্জ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সেতাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। দৌলতপুর (কুষ্টিয়া) :উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুয়েল সাংমা প্রমুখ।

ফরিদপুর : শহিদ বুদ্ধিজীবী দিবসে ব্যতিক্রম আয়োজন ছিল ফরিদপুরে টাউন থিয়েটারের। দিবসটিকে নতুন প্রজন্মের কাছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্মৃতিতে অম্স্নান শিরোনামে (স্মৃতিতে রায়ের বাজার বধ্যভূমি!) প্রেক্ষাপট তুলে ধরা হয়। শনিবার সকালে সাড়ে ৯টার দিকে শহরের টাউন থিয়েটারের হল রুমের সামনে মধ্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রায়ের বাজারের ঘটনার প্রতীকী প্রদর্শন করে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও নাট্যকাররা।

ফুলবাড়ী (দিনাজপুর) :আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, সাবেক ডিপুটি কমান্ডার এছার উদ্দিন প্রমুখ।

তিতাস (কুমিলস্না) :ইউএনও মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী প্রমুখ।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) :ইউএনও মাহ্‌ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।

ঝিনাইদহ : শোকর্ যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগ নেতা মাসুদ আহমেদ সঞ্জু, ইসমাইল হোসেন, এম. হাকিম আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর (গাজীপুর) :ইউএনও কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন প্রমুখ।

মেহেরপুর : জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে মৌন মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক, শেখ সাঈদ আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতারা।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) :আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. সরোয়ার হোসেন। বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ মলিস্নক প্রমুখ।

নাটোর : নাটোর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলোক, অধ্যাপক মুজিবুল হক নবী প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) :দাশুড়িয়া ডিগ্রি কলেজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রেজাউর রহিম, হাসানুজ্জামান, মোফাজ্জল হোসেন প্রমুখ।

বানারীপাড়া (বরিশাল) :উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলস্নাহ্‌ সাদিদের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক।

বিরামপুর (দিনাজপুর) :ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু। এ সময় পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

গোদাগাড়ী (রাজশাহী) :ইউএনও নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক। আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আকবর আলী, গোদাগাড়ী মডেল থানার ওসি মো. খায়রুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন।

বোদা (পঞ্চগড়) :ইউএনও সৈয়দ মাহামুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ।

দেবিদ্বার (কুমিলস্না) :দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান সভাপতিত্বে ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামিমের সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79949 and publish = 1 order by id desc limit 3' at line 1