মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হিলি ট্রেন দুর্ঘটনার ২৫ বছর আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন

নতুনধারা
  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হিলি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ২৭ ব্যক্তি। ঘটনার ২৫ বছরেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। দিনাজপুরের হাকিমপুরের কনকনে শীতের রাতে হিলি রেলস্টেশনে দেশের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে সরকারি হিসাব মতে মারা যান ২৭ জন। আহতের সংখ্যা শতাধিক। তবে আজও আহত ও নিহতের পরিবার ক্ষতিপূরণ পায়নি।

গত ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রেল ক্রসিংয়ের উদ্দেশ্যে স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেনটি। তৎকালীন দায়িত্বরত স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অবহেলার কারণে একই লাইনে ঢুকে পড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি।

ফলে মুখোমুখি সংঘর্ষে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের সদস্যসহ স্থানীয়রা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় দুটি ট্রেনের অর্ধ শতাধিক যাত্রী নিহত হয়। আহত হয় দুই শতাধিক যাত্রী। নিহতদের অনেকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনের সহায়তায় লাশ উদ্ধারসহ আহতদের দ্রম্নত উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এদিকে প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি উদযাপনের লক্ষে সোমবার স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে কালো ব্যাচ ধারণ ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84291 and publish = 1 order by id desc limit 3' at line 1